দেশের
রাজনীতিতে
আদর্শিক
বিভাজন
থাকছে
না
বলে
মন্তব্য
করেছেন
অন্তর্বর্তী
সরকারের
পরিকল্পনা
উপদেষ্টা
অধ্যাপক
ওয়াহিদউদ্দিন
মাহমুদ।
তিনি
বলেন,
কোনো
একটি
মতবাদের
প্রতি
পুরোপুরি
সমর্পণ—সেটা
আর
নেই।
কে
ডান
আর
কে
বাম,
তার
মধ্যে
বিভেদ
দেখা
যাচ্ছে
না।
রাজনীতির
সঙ্গে
অনেক
মাত্রা
যুক্ত
হয়েছে,
যেমন
ধর্মীয়,
নৃতাত্ত্বিক।
ফলে
রাজনৈতিক
দলগুলো
কীভাবে
তার
সঙ্গে
খাপ
খাওয়াবে,
তার
ওপর
অনেক
কিছু
নির্ভর
করছে।
আজ
মঙ্গলবার
রাজধানীর
আগারগাঁওয়ের
বাংলাদেশ
উন্নয়ন
গবেষণা
প্রতিষ্ঠান
(বিআইডিএস)
আয়োজিত
এক
সেমিনারে
এ
কথা
বলেন
ওয়াহিউদ্দিন
মাহমুদ।
তিনি
বলেন,
‘দেশের
যে
পরিস্থিতি
তাতে
মানুষ
এখন
টেকসই,
জবাবদিহিমূলক
ও
গণতান্ত্রিক
সমাজে
উত্তরণ
ঘটাতে
চায়।
আপাতত
সেটা
হলেই
আমরা
সন্তুষ্ট।
ওই
ধরনের
সমাজ
প্রতিষ্ঠিত
হলে
আমরা
নানা
চিন্তা
নিয়ে
তর্ক-বিতর্ক
করতে
পারব।’
সেই
সঙ্গে
বাংলাদেশের
মানুষ
এমন
সমাজ
চায়,
যেখানে
বৈষম্য
কমে
যাবে।
বাংলাদেশ
ইতিমধ্যে
বাজারব্যবস্থার
মধ্যে
ঢুকে
গেছে।
ফলে
সেখান
থেকে
বেরিয়ে
আসা
সম্ভব
নয়।
এই
পরিস্থিতিতে
বাজারব্যবস্থার
মধ্যে
কীভাবে
ন্যায্য
সমাজব্যবস্থা
প্রতিষ্ঠা
করা
যায়,
সেটা
দেখার
বিষয়।
এডমিন 










