দিদারুল
আলম
বললেন,
হামলাকারীরা
এবং
নিহত
ব্যক্তি
রাউজানের
থেকে
মদুনাঘাট
সেতু
অতিক্রম
করে
এসেছিলেন
বলে
এলাকার
লোকজন
দেখেছে।
আল
আমিন
নামের
পাশের
রেস্টুরেন্ট
কর্মচারী
বলেন,
রেস্টুরেন্টের
দোতলা
থেকে
তিনি
একের
পর
এক
গুলির
শব্দ
শুনতে
পান।
সড়কে
তাকিয়ে
দেখেন,
একটি
প্রাইভেট
কার
ঘিরে
গুলি
করছেন
কয়েকজন
যুবক।
এই
বাজারে
আগে
তিনি
এ
রকম
ঘটনা
কখনো
দেখেননি।
এদিকে,
গুলিতে
নিহত
আবদুল
হাকিম
বিএনপির
রাজনীতির
সঙ্গে
জড়িত
নয়
বলে
বিবৃতি
দিয়েছেন
দলটির
সিনিয়র
যুগ্ম
মহাসচিব
রুহুল
কবির
রিজভী।
আজ
সকালে
গণমাধ্যমে
পাঠানো
বিবৃতিতে
রুহুল
কবির
রিজভী
বলেন,
আধিপত্য
বিস্তারকে
কেন্দ্র
করে
দুষ্কৃতকারীদের
অভ্যন্তরীণ
সংঘাতের
ঘটনায়
আবদুল
হাকিম
নামে
এক
ব্যক্তি
গুলিতে
নিহত
হন।
এই
সহিংস
ঘটনা
দেশের
আইনশৃঙ্খলা
পরিস্থিতি
অবনতির
একটি
বড়
ধরনের
নজির।
এই
রক্তাক্ত
ঘটনা
ওই
এলাকার
জনমনে
উদ্বেগ
ও
ভীতির
সঞ্চার
করেছে।
বর্তমানে
মানুষ
নিরাপত্তাহীনতায়
ভুগছে।
চারদিকে
অনিশ্চয়তা,
অস্থিরতা
ও
হতাশা
বিরাজমান,
যা
এই
সরকারের
কাছ
থেকে
জনগণ
প্রত্যাশা
করে
না।
তিনি
বলেন,
সহিংস
ঘটনাটি
সম্পূর্ণরূপে
সমাজবিরোধী
কিছু
দুর্বৃত্ত
চক্রের
পরিকল্পিত
হিংস্র
কর্মকাণ্ড।
এর
সঙ্গে
রাজনীতি
বা
বিএনপির
কোনো
সম্পর্ক
নেই।
এডমিন 










