আজ
বুধবার
দুপুরে
মামলার
তদন্তকারী
কর্মকর্তা
সঞ্জয়
কুমার
সাহা
বিষয়টি
নিশ্চিত
করেছেন।
তিনি
প্রথম
আলোকে
বলেন,
‘রাতে
অভিযোগপত্র
দাখিল
করা
হয়েছে।
মামলায়
বিভিন্ন
সময়
৩৫
জনকে
গ্রেপ্তার
করা
হয়েছে।
অন্য
আসামিরা
পলাতক
থাকায়
এখনো
গ্রেপ্তার
করা
সম্ভব
হয়নি।’
এ
বিষয়ে
জেলা
জজ
আদালতের
সরকারি
কৌঁসুলি
(পিপি)
গোলাম
সরওয়ার
খান
বলেন,
রাতে
তদন্তকারী
কর্মকর্তা
আদালতে
অভিযোগপত্র
জমা
দেওয়ার
বিষয়টি
জানিয়েছেন।
মামলার
এজাহারে
১০৩
জনের
বিরুদ্ধে
অভিযোগ
করা
হয়েছিল।
তাঁদের
মধ্যে
একজন
মারা
গেছেন।
তদন্তে
আরও
৩৪
জনের
নাম
এসেছে।
সব
মিলিয়ে
মোট
১৩৬
জনকে
অভিযুক্ত
করে
তদন্তকারী
কর্মকর্তা
অভিযোগপত্র
দিয়েছেন।
এডমিন 










