০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০১:০০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 10

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে ভাসতে থাকা একটি মাছধরার ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৭ অক্টোবর) নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ টহল চলাকালে এ উদ্ধার অভিযান পরিচালনা করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চলমান ‘মা ইলিশ সংরক্ষণ-২০২৫’ অভিযানের অংশ হিসেবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় টহলের সময় কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে ‘এমভি তাজমিনুর রহমান’ নামের ট্রলারটিকে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে দেখতে পান নৌবাহিনীর সদস্যরা।

প্রাথমিকভাবে ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হলে নৌবাহিনীর জাহাজটি কাছে এগিয়ে যায়। পরে জেলেদের বিপদ সংকেত পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে ২৬ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

নৌবাহিনীর সদস্যরা উদ্ধারকৃত জেলেদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে ট্রলারসহ সব জেলেকে তীরে এনে তাদের পরিবার ও মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জেলেদের বরাত দিয়ে আইএসপিআর জানায়, ট্রলারটি ৩০ সেপ্টেম্বর সমুদ্রে মাছ ধরতে যায় এবং ৩ অক্টোবর ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে তারা মাঝ সমুদ্রে বিপদগ্রস্ত অবস্থায় ভাসছিলেন। উদ্ধার হওয়া সব জেলে কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

দেশের সমুদ্রসীমা সুরক্ষা ও উপকূলীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের টহল ও উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানায় আইএসপিআর।

টিটি/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।

ট্যাগঃ

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

আপডেট সময়ঃ ০৬:০১:০০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে ভাসতে থাকা একটি মাছধরার ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৭ অক্টোবর) নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ টহল চলাকালে এ উদ্ধার অভিযান পরিচালনা করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চলমান ‘মা ইলিশ সংরক্ষণ-২০২৫’ অভিযানের অংশ হিসেবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় টহলের সময় কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে ‘এমভি তাজমিনুর রহমান’ নামের ট্রলারটিকে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে দেখতে পান নৌবাহিনীর সদস্যরা।

প্রাথমিকভাবে ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হলে নৌবাহিনীর জাহাজটি কাছে এগিয়ে যায়। পরে জেলেদের বিপদ সংকেত পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে ২৬ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

নৌবাহিনীর সদস্যরা উদ্ধারকৃত জেলেদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে ট্রলারসহ সব জেলেকে তীরে এনে তাদের পরিবার ও মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জেলেদের বরাত দিয়ে আইএসপিআর জানায়, ট্রলারটি ৩০ সেপ্টেম্বর সমুদ্রে মাছ ধরতে যায় এবং ৩ অক্টোবর ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে তারা মাঝ সমুদ্রে বিপদগ্রস্ত অবস্থায় ভাসছিলেন। উদ্ধার হওয়া সব জেলে কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

দেশের সমুদ্রসীমা সুরক্ষা ও উপকূলীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের টহল ও উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানায় আইএসপিআর।

টিটি/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।