প্রামাণ্যচিত্র
প্রদর্শনের
পর
গানের
পর্ব
শুরু
হয়
মেঘ
রাগে
পণ্ডিত
অসিত
দের
খেয়াল
পরিবেশনা
দিয়ে।
খেয়ালের
পরে
ছিল
একটি
সমবেত
পরিবেশনা।
বেঙ্গল
পরম্পরা
সংগীতালয়ের
শিক্ষক
ও
শিক্ষার্থীরা
পরিবেশন
করেন
রাগ
কিরওয়ানি।
এতে
কণ্ঠে
ছিলেন
অভিজিৎ
কুণ্ডু,
তবলায়
প্রশান্ত
ভৌমিক
ও
ফাহমিদা
নাজনীন,
এসরাজ
বাদন
করেছেন
শুক্লা
হালদার।
সারেঙ্গিতে
ছিলেন
নিলয়
হালদার,
সরোদে
ইসরা
ফুলঝুরি
খান
ও
ইলহাম
ফুলঝুরি
খান
এবং
সেতার
বাজান
সোহিনী
মজুমদার
ও
মোহাম্মদ
কাওছার।
সেতার
ও
সরোদের
যুগলবন্দী
ছিল
পরের
পরিবেশনায়।
খাম্বাজ
রাগে
সেতার
বাজান
আফসানা
খান
ও
সরোদ
বাজান
রুখসানা
খান।
এ
পর্যায়ে
ওস্তাদ
আলাউদ্দিন
খাঁকে
নিয়ে
লেখা
উপন্যাস
হেম–বেহাগের
মহারাজা
নিয়ে
কথোপকথনে
অংশ
নেন
আলোকচিত্রী
নাসির
আলী
মামুন।
অনুষ্ঠানে
সিরাজ
আলী
খানকে
আনুষ্ঠানিকভাবে
সম্মাননা
দেওয়া
হয়।
তিনি
বলেন,
এই
চমৎকার
পরিবেশে
এমন
সুন্দর
আয়োজন
তাঁকে
অভিভূত
করেছে।
যে
সরোদটি
তিনি
এখন
বাজাবেন,
সেটি
বড়
বাবা
ওস্তাদ
আলাউদ্দিন
খাঁর।
এটি
প্রায়
১৫০
বছরের
পুরোনো।
এডমিন 















