২০২৩
সালের
অক্টোবর
থেকে
গাজা
যুদ্ধে
ইসরায়েলি
কর্তৃপক্ষ
বিদেশি
সাংবাদিকদের
ধ্বংসস্তূপে
পরিণত
এলাকায়
প্রবেশে
বাধা
দিয়েছে
এবং
শুধু
সামরিক
বাহিনীর
সঙ্গে
অল্প
কিছু
সাংবাদিককে
সেখানে
প্রবেশের
অনুমতি
দিয়েছে।
ফরেন
প্রেস
অ্যাসোসিয়েশন
গত
দুই
বছরে
একাধিকবার
গাজায়
প্রবেশের
অনুমতি
চেয়ে
আবেদন
জানিয়েছে।
সংগঠনটি
বলেছে,
তাদের
দাবি
বারবার
উপেক্ষা
করা
হয়েছে।
২৩
অক্টোবর
ইসরায়েলি
শীর্ষ
আদালতে
আবেদনের
শুনানি
হওয়ার
কথা।
ফরেন
প্রেস
অ্যাসোসিয়েশন
বলছে,
এত
দিন
পর্যন্ত
অপেক্ষা
করার
কোনো
কারণ
নেই।
সাংবাদিকতার
স্বাধীনতার
ওপর
যে
সীমাবদ্ধতা
রয়েছে,
তা
শেষ
হতে
হবে।
এডমিন 










