শিক্ষক-কর্মচারীদের
অন্য
দুটি
দাবি
হলো—শিক্ষক
ও
কর্মচারী
উভয়ের
জন্য
চিকিৎসা
ভাতা
দেড়
হাজার
টাকা
এবং
কর্মচারীদের
উৎসব
ভাতা
৭৫
শতাংশ
করা।
গতকাল
মঙ্গলবার
বিকেলে
কেন্দ্রীয়
শহীদ
মিনার
থেকে
সচিবালয়ের
অভিমুখে
মিছিল
করেন
আন্দোলনরত
শিক্ষকেরা।
হাইকোর্টের
মাজারসংলগ্ন
গেটে
মিছিল
আটকে
দেয়
পুলিশ।
সেখানেই
রাত
পর্যন্ত
শিক্ষকদের
অবস্থান
করতে
দেখা
যায়।
আজ
বেলা
১১টা
থেকে
আবারও
শহীদ
মিনারে
জড়ো
হতে
শুরু
করেন
আন্দোলনরত
শিক্ষকেরা।
বেলা
২টায়
কেন্দ্রীয়
শহীদ
মিনার
থেকে
বড়
মিছিল
নিয়ে
শিক্ষক–কর্মচারীরা
শাহবাগ
মোড়ের
উদ্দেশে
রওনা
দেন।
পথে
শাহবাগের
প্রবেশমুখে
পুলিশ
ব্যারিকেড
দিয়ে
রাখে।
তবে
পুলিশের
সঙ্গে
ধস্তাধস্তি
করে
সেই
প্রতিবন্ধক
ভেঙে
শাহবাগ
মোড়ে
অবস্থান
নেন
তাঁরা।
এডমিন 














