০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বারবার বলছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই: প্রধান উপদেষ্টা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • 18

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নির্বাচনের কথা এসেছে। আবারও বলছি, বারবার বলছি, যত জায়গায় গিয়েছি, এই যে সম্মেলনে গেলাম সেখানেও বলে এসেছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই।’

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত বৈঠকে সভাপতি হিসেবে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

জাতীয় ঐকমত্য কমিশনে চূড়ান্ত করা জুলাই জাতীয় সনদ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন পরস্পরের সঙ্গে জড়িত উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা যে সনদ ঘোষণা করলাম সে ঘোষণাকে রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, দুই দিন পরে হলে (নির্বাচন) কী হয়? এ রকম না। এটা ফেব্রুয়ারিতেই হবে। বারবার বলেছি, একটা উৎসবমুখর নির্বাচন হবে। এই উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য আমাদের সাধ্যে যা যা কুলায় তা করা হবে। কোনো কম্প্রোমাইজ করা হবে না।’

রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা যেমন সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখর নির্বাচনটা করে দেওয়া। তাহলে আমাদের কাজ একটা পরিণতির দিকে যাবে।’

ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হওয়া প্রসঙ্গে মুহাম্মদ ইউনূস জানান, দেশের রাজনৈতিক দলগুলো অসম্ভবকে সম্ভব করেছে। এটি শুধু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর রাজনৈতিক ব্যবস্থার ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টার মতে, ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর নেতারা বন্ধুত্বপূর্ণ পরিবেশে কঠিন কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং সমাধানে এসেছেন। আলোচনা ছেড়ে যাননি। সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন ঐকমত্যে পৌঁছাতে এবং তারা পেরেছেন।

এমইউ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।

ট্যাগঃ

বারবার বলছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই: প্রধান উপদেষ্টা

আপডেট সময়ঃ ০৬:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নির্বাচনের কথা এসেছে। আবারও বলছি, বারবার বলছি, যত জায়গায় গিয়েছি, এই যে সম্মেলনে গেলাম সেখানেও বলে এসেছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই।’

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত বৈঠকে সভাপতি হিসেবে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

জাতীয় ঐকমত্য কমিশনে চূড়ান্ত করা জুলাই জাতীয় সনদ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন পরস্পরের সঙ্গে জড়িত উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা যে সনদ ঘোষণা করলাম সে ঘোষণাকে রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, দুই দিন পরে হলে (নির্বাচন) কী হয়? এ রকম না। এটা ফেব্রুয়ারিতেই হবে। বারবার বলেছি, একটা উৎসবমুখর নির্বাচন হবে। এই উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য আমাদের সাধ্যে যা যা কুলায় তা করা হবে। কোনো কম্প্রোমাইজ করা হবে না।’

রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা যেমন সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখর নির্বাচনটা করে দেওয়া। তাহলে আমাদের কাজ একটা পরিণতির দিকে যাবে।’

ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হওয়া প্রসঙ্গে মুহাম্মদ ইউনূস জানান, দেশের রাজনৈতিক দলগুলো অসম্ভবকে সম্ভব করেছে। এটি শুধু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর রাজনৈতিক ব্যবস্থার ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টার মতে, ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর নেতারা বন্ধুত্বপূর্ণ পরিবেশে কঠিন কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং সমাধানে এসেছেন। আলোচনা ছেড়ে যাননি। সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন ঐকমত্যে পৌঁছাতে এবং তারা পেরেছেন।

এমইউ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।