কিটক্যাট,
নেসপ্রেসো
ও
ম্যাগির
মতো
বিশ্বখ্যাত
পণ্য
তৈরি
করে
নেসলে।
কিন্তু
সাম্প্রতিক
বছরগুলোতে
বিক্রি
কমে
যাওয়া,
ব্যয়
বৃদ্ধি
ও
ঋণের
চাপের
কারণে
বিনিয়োগকারীদের
মধ্যে
উদ্বেগ
তৈরি
হয়েছে।
যুক্তরাষ্ট্রের
বাড়তি
শুল্ক
ও
বাজার
প্রতিযোগিতার
চাপে
কোম্পানিটি
কঠিন
অবস্থায়
পড়েছে।
বিশ্লেষক
সংস্থা
বার্নস্টেইন
ছাঁটাইয়ের
এই
সিদ্ধান্তকে
‘অপ্রত্যাশিত
কিন্তু
সাহসী
পদক্ষেপ’
বলে
উল্লেখ
করেছে।
বছরের
তৃতীয়
ত্রৈমাসিকে
নেসলের
বাস্তব
অভ্যন্তরীণ
প্রবৃদ্ধি
ছিল
(আরআইজি)
১
দশমিক
৫
শতাংশ;
এটি
বিশ্লেষকদের
প্রত্যাশিত
শূন্য
দশমিক
৩
শতাংশের
তুলনায়
অনেক
বেশি।
এতে
নবনিযুক্ত
নাভরাটিল
কিছুটা
স্বস্তি
পেয়েছেন।
নাভরাটিল
বলেন,
‘আমাদের
সবচেয়ে
বড়
অগ্রাধিকার
হলো
আরআইজি–নির্ভর
প্রবৃদ্ধি
নিশ্চিত
করা।
আমরা
এমন
কর্মসংস্কৃতি
গড়ে
তুলছি,
যেখানে
কর্মদক্ষতা
মূল্যায়িত
হবে—বাজার
হারানোর
সংস্কৃতি
নয়,
বরং
বিজয়ের
পুরস্কার
দেওয়া
হবে।’
প্রতিষ্ঠানটি
জানায়,
তাদের
পানীয়,
প্রিমিয়াম
বেভারেজ
ও
কম
প্রবৃদ্ধি–কম
মুনাফার
ভিটামিন–সাপ্লিমেন্ট
ব্যবসা
নিয়ে
কৌশলগত
পর্যালোচনা
চলছে।
এডমিন 









