জুলাই
সনদ
গ্রহণের
মধ্য
দিয়ে
বাংলাদেশ
এখন
পরিবর্তনের
দিকে
এগিয়ে
যাবে
বলে
আশা
প্রকাশ
করেন
অধ্যাপক
ইউনূস।
তিনি
বলেন,
‘এখানে
স্বাক্ষর
করলাম
সবাই
মিলে,
সেটা
দিয়ে
বাংলাদেশ
পরিবর্তন
হবে।
এই
পরিবর্তন
সম্ভব
হলো
ওই
গণ-অভ্যুত্থানের
কারণে।
এটা
হলো
দ্বিতীয়
অংশ।
সেটা
তারা
করেছিল
বলেই
আজকে
আমরা
এই
সুযোগ
পেলাম।’
রাজনৈতিক
দলগুলোকে
ঐক্যবদ্ধ
থেকে
নির্বাচনের
পথে
যাওয়ার
আহ্বান
জানিয়ে
প্রধান
উপদেষ্টা
বলেন,
‘আমরা
নির্বাচনের
কথা
বলেছি।
যে
সুর
আজকে
আমরা
এখানে
বাজালাম,
সেই
সুর
নিয়ে
আমরা
নির্বাচনের
দিকে
যাব।
ঐক্যের
সুর,
ঐক্যের
মধ্য
দিয়ে
আমরা
নির্বাচনের
দিকে
যাব।
ফেব্রুয়ারিতে
নির্বাচন
হবে
এবং
এই
ঐক্য
যেন
বজায়
থাকে।’
জুলাই
জাতীয়
সনদের
মতো
রাজনীতি
ও
নির্বাচনের
বিষয়েও
রাজনৈতিক
নেতাদের
বসে
একটি
সনদ
তৈরি
করার
পরামর্শ
দেন
অধ্যাপক
মুহাম্মদ
ইউনূস।
তিনি
বলেন,
আপনারা
রাজনৈতিক
নেতারা
বসে,
বিভিন্ন
দলের
নেতারা
বসে
একটা
সনদ
করেন,
কীভাবে
নির্বাচন
করবেন।
সবাই
মিলে
এমনভাবে
নির্বাচন
করব,
দুনিয়ার
কেউ
এসে
বলতে
পারবে
না
এখানে
ক্ষতি
হয়েছে।’
বিশ্বের
জন্য
উদাহরণ
হবে,
সে
রকম
একটি
নির্বাচন
করার
প্রত্যাশা
জানান
তিনি।
এডমিন 









