০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সাহিত্যের উৎসবে শামিল সবাই

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • 9

ইস্ট
ওয়েস্ট
ইউনিভার্সিটিতে
যে
একটা
উৎসব
চলছে,
ক্যাম্পাসে
ঢুকেই
তা
টের
পাওয়া
গেল।
বলছি
‘ইস্ট
ওয়েস্ট
ইউনিভার্সিটি
লিট-কার্নিভাল
২০২৫
’-এর
কথা।
শিক্ষাপ্রতিষ্ঠানটির
ইংরেজি
বিভাগের

আয়োজনে
অংশ
নিয়েছে
দেশের
২২টি
সরকারি

বেসরকারি
বিশ্ববিদ্যালয়।
১৬
অক্টোবর
দিনব্যাপী
চলা

আয়োজনের
অন্যতম
সহযোগী
ছিল
‘স্বপ্ন
নিয়ে’।

উদ্বোধনী
অনুষ্ঠানে
সভাপতিত্ব
করেন
ইস্ট
ওয়েস্ট
ইউনিভার্সিটির
বোর্ড
অব
ট্রাস্টিজের
চেয়ারপারসন

বাংলাদেশ
ব্যাংকের
সাবেক
গভর্নর
অধ্যাপক
মোহাম্মদ
ফরাসউদ্দিন।
প্রধান
অতিথি
হিসেবে
বক্তব্য
দেন
বেঙ্গল
ফাউন্ডেশনের
মহাপরিচালক
লুভা
নাহিদ
চৌধুরী।
পরে
তিনি
উৎসব
উপলক্ষে
বসানো
স্টলগুলোর
আনুষ্ঠানিক
উদ্বোধন
করেন।

উৎসবকে
কেন্দ্র
করে
সকাল
থেকেই
শিক্ষার্থীদের
পদচারণে
মুখর
ছিল
পুরো
ক্যাম্পাস।
সাহিত্য
রচনা,
শৈল্পিক
উদ্ভাবন
এবং
সৃজনশীল
কাজকে
উৎসাহিত
করতে
উৎসবে
ছিল
বর্ণিল
নানা
আয়োজন।
স্পট
পোয়েট্রি

আবৃত্তি,
কমিক-কন

কসপ্লে,
পোস্টার
প্রদর্শনী
এবং
নাটক—এই
চার
বিভাগে
অনুষ্ঠিত
হয়
প্রতিযোগিতা।
অংশ
নেন
বিভিন্ন
বিশ্ববিদ্যালয়
থেকে
আসা
দুই
শর
বেশি
শিক্ষার্থী।
প্রতিযোগিতাগুলো
অনুষ্ঠিত
হয়
বিশ্ববিদ্যালয়ের
মঞ্জুর
এলাহী
মিলনায়তনে।

নটর
ডেম
ইউনিভার্সিটি
বাংলাদেশের
ইংরেজি
ভাষা

সাহিত্য
বিভাগের
শেষ
বর্ষের
শিক্ষার্থী
অদিতি
সরকার।
নাটক
প্রতিযোগিতায়
অংশ
নিয়েছে
তাঁদের
১০
জনের
দল।
নাটকে
রবীন্দ্রনাথ
ঠাকুর

কাজী
নজরুল
ইসলামের
মুক্তির
চেতনাকে
তুলে
ধরতে
চেয়েছেন
তাঁরা।
অদিতি
বলেন,
‘আমাদের
নাটকের
নাম
মুক্তি।
আমরা
এখানে
রবীন্দ্রনাথ

নজরুলের
বিভিন্ন
লেখায়
“মুক্তি”
শব্দটির
যে
অনুপ্রেরণা,
তারই
সম্মিলন
ঘটাতে
চেয়েছি।’
অদিতি
জানান,
ইংরেজি
ক্লাবের
শিক্ষার্থীরা
মিলে
এক
সপ্তাহের
অনুশীলনে
নাটকটি
মঞ্চস্থ
করেছেন।

ট্যাগঃ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সাহিত্যের উৎসবে শামিল সবাই

আপডেট সময়ঃ ১২:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

ইস্ট
ওয়েস্ট
ইউনিভার্সিটিতে
যে
একটা
উৎসব
চলছে,
ক্যাম্পাসে
ঢুকেই
তা
টের
পাওয়া
গেল।
বলছি
‘ইস্ট
ওয়েস্ট
ইউনিভার্সিটি
লিট-কার্নিভাল
২০২৫
’-এর
কথা।
শিক্ষাপ্রতিষ্ঠানটির
ইংরেজি
বিভাগের

আয়োজনে
অংশ
নিয়েছে
দেশের
২২টি
সরকারি

বেসরকারি
বিশ্ববিদ্যালয়।
১৬
অক্টোবর
দিনব্যাপী
চলা

আয়োজনের
অন্যতম
সহযোগী
ছিল
‘স্বপ্ন
নিয়ে’।

উদ্বোধনী
অনুষ্ঠানে
সভাপতিত্ব
করেন
ইস্ট
ওয়েস্ট
ইউনিভার্সিটির
বোর্ড
অব
ট্রাস্টিজের
চেয়ারপারসন

বাংলাদেশ
ব্যাংকের
সাবেক
গভর্নর
অধ্যাপক
মোহাম্মদ
ফরাসউদ্দিন।
প্রধান
অতিথি
হিসেবে
বক্তব্য
দেন
বেঙ্গল
ফাউন্ডেশনের
মহাপরিচালক
লুভা
নাহিদ
চৌধুরী।
পরে
তিনি
উৎসব
উপলক্ষে
বসানো
স্টলগুলোর
আনুষ্ঠানিক
উদ্বোধন
করেন।

উৎসবকে
কেন্দ্র
করে
সকাল
থেকেই
শিক্ষার্থীদের
পদচারণে
মুখর
ছিল
পুরো
ক্যাম্পাস।
সাহিত্য
রচনা,
শৈল্পিক
উদ্ভাবন
এবং
সৃজনশীল
কাজকে
উৎসাহিত
করতে
উৎসবে
ছিল
বর্ণিল
নানা
আয়োজন।
স্পট
পোয়েট্রি

আবৃত্তি,
কমিক-কন

কসপ্লে,
পোস্টার
প্রদর্শনী
এবং
নাটক—এই
চার
বিভাগে
অনুষ্ঠিত
হয়
প্রতিযোগিতা।
অংশ
নেন
বিভিন্ন
বিশ্ববিদ্যালয়
থেকে
আসা
দুই
শর
বেশি
শিক্ষার্থী।
প্রতিযোগিতাগুলো
অনুষ্ঠিত
হয়
বিশ্ববিদ্যালয়ের
মঞ্জুর
এলাহী
মিলনায়তনে।

নটর
ডেম
ইউনিভার্সিটি
বাংলাদেশের
ইংরেজি
ভাষা

সাহিত্য
বিভাগের
শেষ
বর্ষের
শিক্ষার্থী
অদিতি
সরকার।
নাটক
প্রতিযোগিতায়
অংশ
নিয়েছে
তাঁদের
১০
জনের
দল।
নাটকে
রবীন্দ্রনাথ
ঠাকুর

কাজী
নজরুল
ইসলামের
মুক্তির
চেতনাকে
তুলে
ধরতে
চেয়েছেন
তাঁরা।
অদিতি
বলেন,
‘আমাদের
নাটকের
নাম
মুক্তি।
আমরা
এখানে
রবীন্দ্রনাথ

নজরুলের
বিভিন্ন
লেখায়
“মুক্তি”
শব্দটির
যে
অনুপ্রেরণা,
তারই
সম্মিলন
ঘটাতে
চেয়েছি।’
অদিতি
জানান,
ইংরেজি
ক্লাবের
শিক্ষার্থীরা
মিলে
এক
সপ্তাহের
অনুশীলনে
নাটকটি
মঞ্চস্থ
করেছেন।