আয়েশা
সিদ্দিকা
বলেন,
‘কলম
বিতরণ
আমাদের
মূল
লক্ষ্য
নয়।
আমাদের
উদ্দেশ্য
শিক্ষার্থীদের
মধ্যে
পরিবেশসচেতনতা
গড়ে
তোলা।
আমরা
আশা
করি,
এই
উদ্যোগের
মাধ্যমে
তাঁরা
ভবিষ্যতে
কাগজের
অপব্যবহার
থেকে
বিরত
থাকবেন।’
প্রচারপত্র
জমা
দিয়ে
উচ্ছ্বাসিত
শিক্ষার্থীরাও।
বাংলা
বিভাগের
প্রথম
বর্ষের
শিক্ষার্থী
শাহাব
উদ্দিন
বলেন,
‘নির্বাচনের
সময়
ক্যাম্পাসজুড়ে
প্রচারপত্রের
ছড়াছড়ি
ছিল।
আওয়ার
গ্রিন
ক্যাম্পাস
এখন
সেগুলো
সংগ্রহ
করছে।
আমার
জমে
থাকা
প্রচারপত্রগুলো
দিয়েছি।
বিনিময়ে
এমন
কলম
পেয়েছি,
যা
লেখা
শেষে
গাছ
লাগাতে
পারব—দারুণ
উদ্যোগ।’
মৃত্তিকাবিজ্ঞান
বিভাগের
দ্বিতীয়
বর্ষের
শিক্ষার্থী
মোহাম্মদ
সাদীদ
বলেন,
‘উদ্যোগটা
খুবই
প্রশংসনীয়।
ক্যাম্পাস
প্রচারপত্রে
ভরে
গিয়েছিল।
এমন
কার্যক্রমে
অংশ
নিতে
পেরে
ভালো
লাগছে।’
এডমিন 














