এনসিপি
দাবি
করে
আসছে,
জনগণ
অভ্যুত্থানের
মধ্য
দিয়ে
যে
অভিপ্রায়
ব্যক্ত
করেছে,
তা
সুসংহত
করতে
প্রধান
উপদেষ্টা
এই
আদেশ
জারি
করবেন
এবং
বাস্তবায়ন
করবেন।
ঐকমত্য
কমিশন
সূত্র
জানায়,
বিষয়টি
নিয়ে
বৈঠকে
কিছু
আলোচনা
হলেও
সিদ্ধান্ত
হয়নি।
আদেশের
আধেয়
এবং
গণভোটের
প্রশ্ন
ঠিক
করার
পর
আদেশটি
কে
জারি
করবেন,
তা
নির্ধারণ
করা
হবে।
সংশ্লিষ্ট
সূত্র
জানায়,
সনদ
বাস্তবায়নের
আদেশে
গণভোটের
প্রশ্ন
থাকবে।
গণভোটের
প্রশ্ন
নিয়ে
কমিশনের
দুটি
চিন্তা
আছে।
একটি
হলো
পুরো
জুলাই
সনদ
বাস্তবায়ন
চান
কি
না,
এই
প্রশ্নে
‘হ্যাঁ’
বা
‘না’
ভোট
দেওয়া।
আরেকটি
হলো
যেসব
প্রস্তাবে
ভিন্নমত
আছে,
শুধু
সেগুলোর
বাস্তবায়ন
চান
কি
না,
এই
প্রশ্নে
গণভোট
দেওয়া।
কারণ,
যেসব
প্রস্তাবে
মতভিন্নতা
নেই,
সেগুলো
বাস্তবায়নে
তেমন
সমস্যা
হবে
না।
জটিলতা
তৈরি
হবে
যেসব
প্রস্তাবে
ভিন্নমত
আছে,
সেগুলো
বাস্তবায়নে।
এডমিন 














