০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেলায় গিয়ে হোটেলে নাস্তা খাওয়ার পর শিশুসহ ৬ জন অজ্ঞান

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 12

দিনাজপুরের বীরগঞ্জে মেলায় গিয়ে হোটেলে খাবার খাওয়ার পর শিশুসহ ছয়জন অজ্ঞান হয়ে পড়েছেন। রোববার (১৯ আগস্ট) সকালে বীরগঞ্জ পলাশবাড়ী ইউনিয়নের ঐতিহাসিক কালির মেলায় এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন- জামালপুর জেলার কাঁচামাল ব্যবসায়ী ময়েজ উদ্দিন (৫০), একই এলাকার শাহজামাল (৪০), দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার গণেশ রায় (৫০), বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মুসকুরী গ্রামের মতিউর রহমান (১৯) এবং তার বাবা আমিনুর ইসলাম (৪৫) ও হোটেল মালিক চাপাপাড়া গ্রামের মিলনের ছেলে মিম বাবু (১০)।

রোগীদের স্বজনরা জানান, সকালে মেলা প্রাঙ্গণে মিলনের হোটেলে নাস্তা খাওয়ার পর তারা অসুস্থ বোধ করেন। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন বলেন, বিষয়টি জানান পর ঘটনাস্থলে গিয়ে অসুস্থদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। অসুস্থ ৬ জনের পরিবারের সঙ্গে কথা হয়েছে। বর্তমানে তারা সুস্থ আছেন।

এ ঘটনায় মেলার দুটি হোটেলকে জরিমানা করা হয়। একই সঙ্গে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে মেলা কমিটিসহ সবাইকে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এমদাদুল হক মিলন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

মেলায় গিয়ে হোটেলে নাস্তা খাওয়ার পর শিশুসহ ৬ জন অজ্ঞান

আপডেট সময়ঃ ১২:০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে মেলায় গিয়ে হোটেলে খাবার খাওয়ার পর শিশুসহ ছয়জন অজ্ঞান হয়ে পড়েছেন। রোববার (১৯ আগস্ট) সকালে বীরগঞ্জ পলাশবাড়ী ইউনিয়নের ঐতিহাসিক কালির মেলায় এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন- জামালপুর জেলার কাঁচামাল ব্যবসায়ী ময়েজ উদ্দিন (৫০), একই এলাকার শাহজামাল (৪০), দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার গণেশ রায় (৫০), বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মুসকুরী গ্রামের মতিউর রহমান (১৯) এবং তার বাবা আমিনুর ইসলাম (৪৫) ও হোটেল মালিক চাপাপাড়া গ্রামের মিলনের ছেলে মিম বাবু (১০)।

রোগীদের স্বজনরা জানান, সকালে মেলা প্রাঙ্গণে মিলনের হোটেলে নাস্তা খাওয়ার পর তারা অসুস্থ বোধ করেন। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন বলেন, বিষয়টি জানান পর ঘটনাস্থলে গিয়ে অসুস্থদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। অসুস্থ ৬ জনের পরিবারের সঙ্গে কথা হয়েছে। বর্তমানে তারা সুস্থ আছেন।

এ ঘটনায় মেলার দুটি হোটেলকে জরিমানা করা হয়। একই সঙ্গে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে মেলা কমিটিসহ সবাইকে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এমদাদুল হক মিলন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।