স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের
তথ্যমতে,
দেশে
এখন
৫৮৭টি
কেপিআইভুক্ত
স্থাপনা
রয়েছে।
সংসদ
ভবন,
প্রধান
উপদেষ্টার
কার্যালয়,
বঙ্গভবন,
সচিবালয়,
মেট্রোরেল
কেপিআইভুক্ত
এলাকা।
এসব
স্থাপনার
নিরাপত্তার
জন্য
২০১৩
সালে
একটি
নীতিমালা
তৈরি
করে
স্বরাষ্ট্র
মন্ত্রণালয়।
যেখানে
বলা
হয়েছে,
এসএসএফের
(স্পেশাল
সিকিউরিটি
ফোর্স)
সমন্বয়ে
প্রতিটি
বিশেষ
শ্রেণির
কেপিআইয়ের
নিরাপত্তা
কমিটি
গঠিত
হবে।
নিরাপত্তা
কমিটিতে
এসএসএফের
মহাপরিচালক
বা
তার
উপযুক্ত
প্রতিনিধি
চেয়ারম্যানের
দায়িত্ব
পালন
করবেন।
নীতিমালায়
আরও
বলা
হয়,
কেপিআই
জরিপ
কমিটি
ছয়
মাস
পরপর
বিশেষ
শ্রেণির
কেপিআই
জরিপ
করবে।
তারা
কেপিআই
এলাকার
নিরাপত্তার
ত্রুটি
চিহ্নিত
করবে।
তা
দূর
করার
জন্য
এসএসএফের
সমন্বয়ে
গঠিত
বিশেষ
শ্রেণির
কেপিআইয়ের
নিরাপত্তা
কমিটিতে
প্রয়োজনীয়
সুপারিশ
পাঠাবে।
তারা
এ
সুপারিশ
স্বরাষ্ট্র
মন্ত্রণালয়কে
জানাবে।
এডমিন 








