বিশ্ববিদ্যালয়টির
উপাচার্য
অধ্যাপক
খন্দকার
মো.
আশরাফুল
মুনিম
খান
এতে
সভাপতিত্ব
করেন।
অনুষ্ঠানটি
সঞ্চালনা
করেন
অর্থনীতি
বিভাগের
প্রভাষক
সামিয়া
জাহান
ও
ইংরেজি
বিভাগের
প্রভাষক
ছহীহ
শাফি।
শুরুতে
স্বাগত
বক্তব্য
দেন
ট্রেজারার
অধ্যাপক
আনিছা
পারভীন।
অনুষ্ঠানে
বক্তব্য
দেন
জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের
জীববিজ্ঞান
অনুষদের
ডিন
অধ্যাপক
মোহাম্মদ
মাফরুহী
সাত্তার,
তুলনামূলক
সাহিত্য
ও
সংস্কৃতি
ইনস্টিটিউটের
পরিচালক
অধ্যাপক
শামীমা
সুলতানা,
পরিবেশবিজ্ঞান
বিভাগের
সভাপতি
অধ্যাপক
মো.
জামাল
উদ্দিন
প্রমুখ।
প্রধান
অতিথি
দিলীপ
কুমার
বড়ুয়া
তাঁর
বক্তব্যে
বলেন,
‘শিক্ষার
প্রধান
উদ্দেশ্যই
হচ্ছে
উচ্চমূল্যবোধ
তৈরি
ও
নিজেকে
প্রজ্বলিত
করা।
শুধু
ভালো
শিক্ষার্থী
বা
ফলাফল
করলেই
হবে
না।
তোমাদের
সব
সময়
ইতিবাচক
চিন্তা
করতে
হবে।
দেশকে
ভালোবাসতে
হবে।
সর্বোপরি
একজন
ভালো
মানুষ
হতে
হবে।’
এডমিন 









