কারও
পেশিতে
টান,
কারও
পিঠে
ব্যথা,
কেউ
আঘাত
পেয়েছেন
পায়ে,
কেউ
পরিপাকতন্ত্রের
সমস্যায়
ভুগছেন
আবার
কারও
হাঁটুর
দুই
হাড়ের
মাঝে
চিড়
ধরেছে।
বার্সেলোনা
এখন
তাই
আক্ষরিক
অর্থেই
চোটজর্জর
দল।
চোটের
কারণে
আজ
খেলতে
পারেননি
রবার্ট
লেভানডফস্কি,
রাফিনিয়া,
দানি
ওলমোরা।
গাভিও
লম্বা
সময়ের
জন্য
ছিটকে
গেছেন।
তবে
তাঁদের
অভাব
বুঝতেই
দিলেন
না
চোট
কাটিয়ে
ফেরা
ফেরমিন
লোপেজ।
২২
বছর
বয়সী
এই
অ্যাটাকিং
মিডফিল্ডার
হ্যাটট্রিক
করে
গড়লেন
অনন্য
কীর্তি।
এডমিন 








