১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বুয়েট শিক্ষার্থী শান্ত রায়ের শাস্তি দাবিতে ঢাবিতে মিছিল

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 7

যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত রায়ের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে দুইটার সময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে হল পাড়া হয়ে বুয়েট ক্যম্পাসের গেইটের সামনে যায়।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাত পৌনে ২টার দিকে মিছিলটি ভিসি চত্বর থেকে শুরু করে হলপাড়া হয়ে বুয়েট ক্যাম্পাস গেটের সামনে শেষ হয়। মিছিলে প্রতিবাদী স্লোগান দেন শিক্ষার্থীরা—‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ও ‘ওয়ান টু থ্রি ফোর, ধর্ষক নো মোর’ ইত্যাদি।

ঢাবি শিক্ষার্থী রিয়াদ জুবাহ বলেন, অভিযুক্ত শান্তকে উদ্ধার ও সর্বোচ্চ শাস্তি না হলে বড় আন্দোলন হবে। পুরো বাংলাদেশ আন্দোলন নামতে বাধ্য হবে। এ ঘটনায় বুয়েট কর্তৃপক্ষ রাত একটার দিকে শান্তকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।

এফএআর/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

বুয়েট শিক্ষার্থী শান্ত রায়ের শাস্তি দাবিতে ঢাবিতে মিছিল

আপডেট সময়ঃ ১২:০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত রায়ের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে দুইটার সময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে হল পাড়া হয়ে বুয়েট ক্যম্পাসের গেইটের সামনে যায়।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাত পৌনে ২টার দিকে মিছিলটি ভিসি চত্বর থেকে শুরু করে হলপাড়া হয়ে বুয়েট ক্যাম্পাস গেটের সামনে শেষ হয়। মিছিলে প্রতিবাদী স্লোগান দেন শিক্ষার্থীরা—‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ও ‘ওয়ান টু থ্রি ফোর, ধর্ষক নো মোর’ ইত্যাদি।

ঢাবি শিক্ষার্থী রিয়াদ জুবাহ বলেন, অভিযুক্ত শান্তকে উদ্ধার ও সর্বোচ্চ শাস্তি না হলে বড় আন্দোলন হবে। পুরো বাংলাদেশ আন্দোলন নামতে বাধ্য হবে। এ ঘটনায় বুয়েট কর্তৃপক্ষ রাত একটার দিকে শান্তকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।

এফএআর/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।