রাজধানীর মতিঝিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ৩২ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুজনকে ধরে মারধর করেছে স্থানীয়রা। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ছড়িয়েছে সেটি গতকাল মঙ্গলবারের ভিডিও। মিছিল থেকে আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) মতিঝিল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ ঝটিকা মিছিল বের করে। এ সময় স্থানীয়রা কয়েকজনকে ধরে পুলিশে সোপর্দ করে। গতকাল মঙ্গলবার মতিঝিল এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার একদিনে ঢাকা মহানগরী এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়া ১৩১ জন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ বলছে, মঙ্গলবার বেশ কয়েকটি স্থানে মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কাউকে মিছিল থেকে, আবার কাউকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গ্রেফতার করা হয়। কোনো কোনো মিছিলে ৫ থেকে ৩০ জন পর্যন্ত অংশ নিতে দেখা গেছে।
এরমধ্যে উত্তরা পূর্ব থানা পুলিশ ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ছয়জন, উত্তরা পশ্চিম থানা পুলিশ দুজন, গুলশান এলাকা থেকে ২৪ জন, খিলক্ষেত থানা পুলিশ চারজন, ক্যান্টনমেন্ট থানা পুলিশ তিনজন, ধানমন্ডি থানা পুলিশ ছয়জন, নিউমার্কেট থানা পুলিশ ছয়জন, শাহবাগ থানা পুলিশ তিনজন, মোহাম্মদপুর থানা পুলিশ আটজন, হাতিরঝিল থানা পুলিশ একজন, পল্টন থানা পুলিশ ছয়জন, মতিঝিল থানা পুলিশ ৪০ জন ও ডিবি-ওয়ারী ২২ জনকে গ্রেফতার করে।
টিটি/বিএ/জিকেএস
এডমিন 













