১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন: দুদু

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 6

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘দেশে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে জনগণের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে। তবে সংগ্রাম এখানেই শেষ নয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সেই একই ঐক্য, সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে আসতে হবে।’

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর পল্টনের জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরতন্ত্রের পতন হয়েছে। সম্মিলিত উদ্যোগেই আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সব কিছুই শেষ হয়ে গেছে—অর্থাৎ স্বৈরতন্ত্রও শেষ হয়ে গেছে এভাবে ভাবা ঠিক হবে না।

তিনি বলেন, শেখ হাসিনা নিজের দলকে যেমন ধ্বংস করেছে, তেমনিভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, নিজেকেও ধ্বংস করেছে। নীতি নৈতিকতা আদর্শ সবকিছু ধ্বংস করেছে। নির্বিচারে গণহত্যা চালিয়েছে। বাংলাদেশের এমন কোনো ব্যাংক নাই, যেটা থেকে লুটপাট করেনি।

সাবেক সংসদ সদস্য দুদু আরও বলেন, নানামুখী ষড়যন্ত্রের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের একটা পার্শ্ববর্তী দেশ আছে, তারা হত্যাকারীকে, গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, লুটেরাকে আশ্রয় দিয়েছে। তারাও কিন্তু বসে নাই। ঐক্যবদ্ধভাবে আমরা যেমন স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি ঠিক তেমনি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার বলেছে, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন দেব। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই কথা আমরা বিশ্বাস করি, দেশবাসী বিশ্বাস করে, রাজনৈতিক দলগুলোর নেতারা বিশ্বাস করে। এটি যদি সফল করতে হয় তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধের মধ্য দিয়েই আমরা বাংলাদেশকে রক্ষা করতে ও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, দলের মুখপাত্র শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

কেএইচ/এমএমকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন: দুদু

আপডেট সময়ঃ ১২:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘দেশে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে জনগণের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে। তবে সংগ্রাম এখানেই শেষ নয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সেই একই ঐক্য, সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে আসতে হবে।’

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর পল্টনের জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরতন্ত্রের পতন হয়েছে। সম্মিলিত উদ্যোগেই আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সব কিছুই শেষ হয়ে গেছে—অর্থাৎ স্বৈরতন্ত্রও শেষ হয়ে গেছে এভাবে ভাবা ঠিক হবে না।

তিনি বলেন, শেখ হাসিনা নিজের দলকে যেমন ধ্বংস করেছে, তেমনিভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, নিজেকেও ধ্বংস করেছে। নীতি নৈতিকতা আদর্শ সবকিছু ধ্বংস করেছে। নির্বিচারে গণহত্যা চালিয়েছে। বাংলাদেশের এমন কোনো ব্যাংক নাই, যেটা থেকে লুটপাট করেনি।

সাবেক সংসদ সদস্য দুদু আরও বলেন, নানামুখী ষড়যন্ত্রের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের একটা পার্শ্ববর্তী দেশ আছে, তারা হত্যাকারীকে, গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, লুটেরাকে আশ্রয় দিয়েছে। তারাও কিন্তু বসে নাই। ঐক্যবদ্ধভাবে আমরা যেমন স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি ঠিক তেমনি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার বলেছে, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন দেব। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই কথা আমরা বিশ্বাস করি, দেশবাসী বিশ্বাস করে, রাজনৈতিক দলগুলোর নেতারা বিশ্বাস করে। এটি যদি সফল করতে হয় তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধের মধ্য দিয়েই আমরা বাংলাদেশকে রক্ষা করতে ও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, দলের মুখপাত্র শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

কেএইচ/এমএমকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।