১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফরাসি জিহাদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 11

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ফরাসি নাগরিক ওমর ওমসেন দিয়াবি নেতৃত্বাধীন ফিরকাতুল গুরাবা জিহাদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়ান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উভয় পক্ষের এমন সিদ্ধান্তের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

বুধবার (২২ অক্টোবর) সিরিয়ার সরকারি সূত্র জানিয়েছিল, চলমান অভিযানে ফরাসি চরমপন্থিদের অবস্থান করা ওই শিবিরটি পুরোপুরি ঘেরাও করা হয়েছে। ফরাসি সরকারের কাছে ওয়ারেন্টভুক্ত এ সংগঠনের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে একটি বৃহৎ অভিযান শুরু হয়েছে। এর প্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে।

স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, একটি চুক্তিতে সরকারি বাহিনীর সঙ্গে সমঝোতা হয়েছে। এর আওতায় যুদ্ধবিরতি কার্যকর থাকবে। সেনাবাহিনী তাদের ভারী অস্ত্র প্রত্যাহার করবে এবং সরকার ওই শিবিরে প্রবেশ করতে পারবে। দিয়াবির বিরুদ্ধে অপহরণের অভিযোগে অপরাধ তদন্ত শুরু হবে।

ওমর ওমসেনকে এক কিশোরীকে অপহরণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তিনি সেনাদের তুর্কি সীমান্তের কাছের হারেম অঞ্চলে অবস্থিত শিবিরে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ২০১৬ সালের সেপ্টেম্বরে দিয়াবিকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করে। তিনি ফরাসি ভাষাভাষী যোদ্ধাদের সিরিয়ায় পাঠানোর অভিযোগে অভিযুক্ত ও ফ্রান্সেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে।

সিরিয়ার নতুন নেতৃত্ব ক্ষমতা গ্রহণের পর থেকে শারার সরকার অতীত ইসলামপন্থী ভাবমূর্তি ত্যাগ করে একটি মধ্যপন্থী ও বাস্তববাদী সরকার হিসেবে নিজেদের উপস্থাপন করার চেষ্টা করছে।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

ফরাসি জিহাদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া

আপডেট সময়ঃ ১২:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ফরাসি নাগরিক ওমর ওমসেন দিয়াবি নেতৃত্বাধীন ফিরকাতুল গুরাবা জিহাদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়ান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উভয় পক্ষের এমন সিদ্ধান্তের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

বুধবার (২২ অক্টোবর) সিরিয়ার সরকারি সূত্র জানিয়েছিল, চলমান অভিযানে ফরাসি চরমপন্থিদের অবস্থান করা ওই শিবিরটি পুরোপুরি ঘেরাও করা হয়েছে। ফরাসি সরকারের কাছে ওয়ারেন্টভুক্ত এ সংগঠনের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে একটি বৃহৎ অভিযান শুরু হয়েছে। এর প্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে।

স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, একটি চুক্তিতে সরকারি বাহিনীর সঙ্গে সমঝোতা হয়েছে। এর আওতায় যুদ্ধবিরতি কার্যকর থাকবে। সেনাবাহিনী তাদের ভারী অস্ত্র প্রত্যাহার করবে এবং সরকার ওই শিবিরে প্রবেশ করতে পারবে। দিয়াবির বিরুদ্ধে অপহরণের অভিযোগে অপরাধ তদন্ত শুরু হবে।

ওমর ওমসেনকে এক কিশোরীকে অপহরণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তিনি সেনাদের তুর্কি সীমান্তের কাছের হারেম অঞ্চলে অবস্থিত শিবিরে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ২০১৬ সালের সেপ্টেম্বরে দিয়াবিকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করে। তিনি ফরাসি ভাষাভাষী যোদ্ধাদের সিরিয়ায় পাঠানোর অভিযোগে অভিযুক্ত ও ফ্রান্সেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে।

সিরিয়ার নতুন নেতৃত্ব ক্ষমতা গ্রহণের পর থেকে শারার সরকার অতীত ইসলামপন্থী ভাবমূর্তি ত্যাগ করে একটি মধ্যপন্থী ও বাস্তববাদী সরকার হিসেবে নিজেদের উপস্থাপন করার চেষ্টা করছে।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।