বিনা
শর্তে
ক্ষমা
চেয়েছেন
বাংলাদেশ
জামায়াতে
ইসলামীর
আমির
শফিকুর
রহমান।
তিনি
বলেছেন,
১৯৪৭
সাল
থেকে
এখন
পর্যন্ত
কেউ
জামায়াতের
দ্বারা
কোনো
কষ্ট
পেয়ে
থাকলে
তিনি
মাফ
চান।
যুক্তরাষ্ট্র
সফরকালে
স্থানীয়
সময়
গত
বুধবার
শফিকুর
রহমান
নিউইয়র্কে
এক
অনুষ্ঠানে
বক্তৃতা
করেন।
কোয়ালিশন
অব
বাংলাদেশি
আমেরিকান
অ্যাসোসিয়েশন
(কোবা)
আয়োজিত
ওই
অনুষ্ঠানে
সাংবাদিকদের
সঙ্গে
মতবিনিময়
করেন
তিনি।
সাংবাদিকেরা
ছাড়াও
জামায়াতের
নেতা–কর্মীরা
অনুষ্ঠানে
উপস্থিত
ছিলেন।
জামায়াতের
আমির
শফিকুর
রহমান
বলেন,
‘সাতচিল্লশ
থেকে
শুরু
করে
২০২৫
সালের
আজ
২২
অক্টোবর
রাত
৮টা
১১
মিনিটে
পর্যন্ত
আমাদের
দ্বারা
যে
যেখানে
যত
কষ্ট
পেয়েছেন,
আমরা
বিনা
শর্তে
তাঁদের
কাছে
মাফ
চাই।
এটা
গোটা
জাতি
হলেও
চাই,
ব্যক্তি
হলেও
চাই।
কোনো
অসুবিধা
নাই।’
এডমিন 












