০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষতি পোষাতে শনিবার ক্লাস নেবেন এমপিওভুক্ত শিক্ষকরা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • 14

বাড়িভাড়া ভাতা বাড়ানোসহ তিন দাবিতে শিক্ষকদের আন্দোলনে টানা আটদিন বন্ধ ছিল সারাদেশের ৩০ হাজার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এ আন্দোলনে বার্ষিক পরীক্ষার আগে একাডেমিক ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা। তাদের এ ক্ষতি পুষিয়ে দিতে আগামী চারটি শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

ঘোষণা অনুযায়ী- ২৫ অক্টোবর (শনিবার) এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। এদিন স্বেচ্ছায় ক্লাসে আসবেন শিক্ষকরা। শিক্ষা কার্যক্রমে সহায়তার জন্য আসবেন কর্মকর্তা-কর্মচারীরাও।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীকরণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পূর্বঘোষণা অনুযায়ী- আগামীকাল (২৫ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শিক্ষাপ্রতিষ্ঠানে আসবেন এবং শিক্ষার্থীদের ক্লাস চলবে। আশা করি, আমাদের এ ডাকে সাড়া দিয়ে সবাই স্বতস্ফূর্তভাবে ক্লাসে অংশ নেবেন।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আমাদের আন্দোলনে সারাদেশের সাধারণ মানুষ পাশে ছিল। এখন তাদের সন্তানদের পাশে থাকা আমাদের দায়িত্ব। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন কোনো ক্ষতি না হয়, সেটিই এখন আমাদের মূল লক্ষ্য।

আরও পড়ুন
১৫ শতাংশ বাড়িভাড়ায় অর্থ মন্ত্রণালয়ের সম্মতি, ‘খুশি’ শিক্ষকরা
শিক্ষকদের বাড়িভাড়া হচ্ছে ১৫ শতাংশ, দেওয়া হবে দুই ধাপে 

শনিবার ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়ে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন—এ বিষয়ে তিনি বলেন, এটা সরকারের সিদ্ধান্ত নয়, আমাদের নিজেদের বিবেকের তাড়না থেকে নেওয়া পদক্ষেপ। আমরা বার্ষিক পরীক্ষার আগে চারটি শনিবার ছুটি বাদ দিয়ে ক্লাস নেবো। এ শনিবার ক্লাস মানে ভবিষ্যতেও শনিবার স্থায়ীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা নয়। এটা সাময়িক, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে।

শিক্ষকদের উদ্দেশে অধ্যক্ষ আজিজী বলেন, সরকার যদি আমাদের এ সিদ্ধান্তের বিপরীতে কোনো পদক্ষেপ নেয়, তাহলে ৬ লাখ শিক্ষক-কর্মচারী নিয়ে মন্ত্রণালয় ঘেরাও করা হবে। এখন আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সেটি ব্যবহার করে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় করবো।

সরকার যেহেতু ছুটি বাতিল করেনি। ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাসে আসবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আগামীকাল দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। এটি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের চূড়ান্ত সিদ্ধান্ত। কেউ যদি তা অমান্য করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলনে নামেন এমপিওভুক্ত শিক্ষকরা। টানা ১০ দিন আন্দোলনের মুখে সরকারের পক্ষ থেকে দুই দফায় বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ অথবা ন্যূনতম দুই হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে সাড়ে ৭ শতাংশ আগামী নভেম্বর থেকে কার্যকর হবে। আর দ্বিতীয় দফায় আগামী বছরের জুলাই থেকে সাড়ে ৭ শতাংশসহ মোট ১৫ শতাংশ কার্যকর হবে। সরকারের এ ঘোষণার পর গত ২১ অক্টোবর আন্দোলন স্থগিত করেন শিক্ষকরা। পরদিন ২২ অক্টোবর থেকে তারা ক্লাসে ফিরেছেন।

এএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

ক্ষতি পোষাতে শনিবার ক্লাস নেবেন এমপিওভুক্ত শিক্ষকরা

আপডেট সময়ঃ ০৬:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

বাড়িভাড়া ভাতা বাড়ানোসহ তিন দাবিতে শিক্ষকদের আন্দোলনে টানা আটদিন বন্ধ ছিল সারাদেশের ৩০ হাজার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এ আন্দোলনে বার্ষিক পরীক্ষার আগে একাডেমিক ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা। তাদের এ ক্ষতি পুষিয়ে দিতে আগামী চারটি শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

ঘোষণা অনুযায়ী- ২৫ অক্টোবর (শনিবার) এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। এদিন স্বেচ্ছায় ক্লাসে আসবেন শিক্ষকরা। শিক্ষা কার্যক্রমে সহায়তার জন্য আসবেন কর্মকর্তা-কর্মচারীরাও।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীকরণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পূর্বঘোষণা অনুযায়ী- আগামীকাল (২৫ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শিক্ষাপ্রতিষ্ঠানে আসবেন এবং শিক্ষার্থীদের ক্লাস চলবে। আশা করি, আমাদের এ ডাকে সাড়া দিয়ে সবাই স্বতস্ফূর্তভাবে ক্লাসে অংশ নেবেন।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আমাদের আন্দোলনে সারাদেশের সাধারণ মানুষ পাশে ছিল। এখন তাদের সন্তানদের পাশে থাকা আমাদের দায়িত্ব। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন কোনো ক্ষতি না হয়, সেটিই এখন আমাদের মূল লক্ষ্য।

আরও পড়ুন
১৫ শতাংশ বাড়িভাড়ায় অর্থ মন্ত্রণালয়ের সম্মতি, ‘খুশি’ শিক্ষকরা
শিক্ষকদের বাড়িভাড়া হচ্ছে ১৫ শতাংশ, দেওয়া হবে দুই ধাপে 

শনিবার ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়ে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন—এ বিষয়ে তিনি বলেন, এটা সরকারের সিদ্ধান্ত নয়, আমাদের নিজেদের বিবেকের তাড়না থেকে নেওয়া পদক্ষেপ। আমরা বার্ষিক পরীক্ষার আগে চারটি শনিবার ছুটি বাদ দিয়ে ক্লাস নেবো। এ শনিবার ক্লাস মানে ভবিষ্যতেও শনিবার স্থায়ীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা নয়। এটা সাময়িক, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে।

শিক্ষকদের উদ্দেশে অধ্যক্ষ আজিজী বলেন, সরকার যদি আমাদের এ সিদ্ধান্তের বিপরীতে কোনো পদক্ষেপ নেয়, তাহলে ৬ লাখ শিক্ষক-কর্মচারী নিয়ে মন্ত্রণালয় ঘেরাও করা হবে। এখন আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সেটি ব্যবহার করে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় করবো।

সরকার যেহেতু ছুটি বাতিল করেনি। ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাসে আসবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আগামীকাল দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। এটি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের চূড়ান্ত সিদ্ধান্ত। কেউ যদি তা অমান্য করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলনে নামেন এমপিওভুক্ত শিক্ষকরা। টানা ১০ দিন আন্দোলনের মুখে সরকারের পক্ষ থেকে দুই দফায় বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ অথবা ন্যূনতম দুই হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে সাড়ে ৭ শতাংশ আগামী নভেম্বর থেকে কার্যকর হবে। আর দ্বিতীয় দফায় আগামী বছরের জুলাই থেকে সাড়ে ৭ শতাংশসহ মোট ১৫ শতাংশ কার্যকর হবে। সরকারের এ ঘোষণার পর গত ২১ অক্টোবর আন্দোলন স্থগিত করেন শিক্ষকরা। পরদিন ২২ অক্টোবর থেকে তারা ক্লাসে ফিরেছেন।

এএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।