এসব
লক্ষ্য
কোনো
কল্পনাপ্রসূত
ইউটোপিয়া
নয়।
এটি
সেই
বিশ্বাস,
যা
আমি
রাজনীতিতে
প্রবেশের
পর
থেকে
ধারণ
করে
আসছি,
সংসদে
উচ্চারণ
করেছি,
জনসভায়
বলেছি
এবং
আমার
লেখায়
বিশদভাবে
ব্যাখ্যা
করেছি।
এটি
এমন
এক
রাজনৈতিক
রূপরেখা,
যা
ক্ষমতা
নয়,
বরং
উদ্দেশ্য
খোঁজে,
যা
নীতিতে
দৃঢ়,
অন্তর্ভুক্তিতে
সাহসী
এবং
ভবিষ্যৎ–চিন্তায়
অগ্রগামী।
আজকের
ভারতীয়
রাজনৈতিক
আলোচনায়
এক
ভয়ানক
দ্বৈততা
সবকিছু
গ্রাস
করেছে।
বাম
বনাম
ডান,
ধর্মনিরপেক্ষতা
বনাম
জাতীয়তাবাদ,
হিন্দুত্ব
বনাম
সংখ্যালঘু,
পুনর্বণ্টন
বনাম
প্রবৃদ্ধি—এ
রকম
দ্বৈততা
দেখা
যাচ্ছে।
এই
দ্বৈততা
বাস্তবতাকে
সরলীকৃত
করে
এবং
সমাজে
বিষাক্ত
বিভাজন
তৈরি
করে।
এটি
নাগরিকদের
পক্ষ
বেছে
নিতে
বাধ্য
করে,
যেখানে
তারা
আসলে
সমাধান
খুঁজতে
চায়।
আমাকে
প্রায়ই
অভিযুক্ত
করা
হয়—আমি
নাকি
‘অন্য
পক্ষের’
কিছু
অবস্থানে
গুণ
খুঁজে
পাই।
কিন্তু
সত্যি
বলতে,
আমি
কোনো
পক্ষের
নই;
আমি
কেবল
ভারতের
পক্ষেই
আছি।
এডমিন 






