ডাকসুর
সাহিত্য
ও
সংস্কৃতি
সম্পাদক
মুসাদ্দেক
আলী
ইবনে
মোহাম্মদ
বলেন,
‘আমরা
দায়িত্ব
নেওয়ার
দেড়
মাস
পার
হয়ে
গেলেও
এখনো
বাজেট
হস্তান্তর
করা
হয়নি।
এর
ফলে
আমাদেরকেই
শিক্ষার্থীদের
ক্ষোভের
মুখে
পড়তে
হচ্ছে।
গতকাল
শনিবার
আমরা
ক্যাম্পাস
থেকে
হকারদের
সরালে
বাম
সংগঠনগুলো
বহিরাগত
এনে
মিছিল
করেছে।
অথচ
প্রশাসন
তখনো
নির্লিপ্ত
থেকেছে।’
মুসাদ্দেক
আলী
আরও
বলেন,
২০২৪
সালের
৩
আগস্ট
কোষাধ্যক্ষ
অফিসের
কর্মকর্তা
রুহুল
আমিন
খুনি
হাসিনার
পক্ষে
মিছিল
করেছিলেন।
এখনো
তিনি
স্বাভাবিকভাবে
অফিস
করছেন।
এটা
বিশ্ববিদ্যালয়
প্রশাসনের
জন্য
চরম
লজ্জার।
ডাকসুর
সমাজসেবা
সম্পাদক
এ
বি
জুবায়ের
বলেন,
‘বিশ্ববিদ্যালয়ের
অর্থ
ব্যবস্থায়
স্বচ্ছতা
ও
শিক্ষার্থীদের
নিরাপত্তা
নিশ্চিত
না
হওয়া
পর্যন্ত
আন্দোলন
চলবে।
ক্যাম্পাসকে
টোকাই
ও
মাদক
চক্রমুক্ত
করে
শিক্ষার্থীদের
জন্য
নিরাপদ
পরিবেশ
গড়ে
তোলাই
আমাদের
মূল
লক্ষ্য।’
এডমিন 












