এদিকে
উপবৃত্তির
টাকা
বিতরণে
সুষ্ঠুভাবে
পরিচালনায়
পরবর্তী
করণীয়
ঠিক
করতে
মোবাইলে
আর্থিক
সেবাদাতা
(এমএফএস)
প্রতিষ্ঠানগুলোর
সঙ্গে
আলোচনা
করে
প্রাথমিক
ও
গণশিক্ষা
মন্ত্রণালয়।
সভায়
মন্ত্রণালয়ের
কর্মকর্তারা
ছাড়াও
প্রাথমিক
শিক্ষা
অধিদপ্তর
ও
১৩টি
এমএফএস
প্রতিষ্ঠানের
প্রতিনিধিরা
উপস্থিত
ছিলেন।
সভার
সিদ্ধান্ত
অনুযায়ী,
প্রাথমিক
শিক্ষা
অধিদপ্তর
২৬
অক্টোবর
থেকে
দেশের
সব
মোবাইল
ফিন্যান্সিয়াল
সার্ভিস
(এমএফএস)
প্রতিষ্ঠানের
মাধ্যমে
প্রাথমিক
শিক্ষা
উপবৃত্তি
বিতরণের
নির্দেশনা
প্রদান
করে।
ফলে
এখন
থেকে
উপবৃত্তিপ্রাপ্ত
শিক্ষার্থীদের
অভিভাবকেরা
তাঁদের
পছন্দের
মোবাইল
ব্যাংকিং
হিসাবে
উপবৃত্তির
অর্থ
গ্রহণ
করতে
পারবেন।
চিঠিতে
উপবৃত্তি
প্রাপ্তির
ক্ষেত্রে
সুবিধাভোগী
শিক্ষার্থীদের
অভিভাবকদের
জাতীয়
পরিচয়পত্র
(এনআইডি)
দ্বারা
মোবাইল
সিম
ও
এমএফএস
হিসাব
নিবন্ধন
নিশ্চিত
করতে
বলা
হয়।
নতুন
এই
সিদ্ধান্ত
শিক্ষার্থী
ও
অভিভাবকদের
জানানোর
জন্য
সব
ধরনের
ব্যবস্থা
নেওয়ার
নির্দেশনা
দেওয়া
হয়
প্রাথমিক
শিক্ষা
অধিদপ্তরের
ওই
চিঠিতে।
এডমিন 







