জবাবে
আমির
হোসেন
বলেন,
‘যারা
ক্যাঙারু
কোর্ট
মনে
করেছে,
সেটা
তাদের
ব্যাপার।
আমি
মনে
করি
না
কোনো
অস্বচ্ছতার
কিছু
আছে।
কারণ,
এ
পর্যন্ত
ট্রাইব্যুনালে
আমি
আমার
কথা
বলতে
পারি,
কোনো
পক্ষ
আমাকে
কোনোভাবে
প্রেসার
ক্রিয়েট
করেনি,
কেউ
বলেননি
যে
এটা
বলবেন
না,
এটা
করবেন
না,
এভাবে
কখনোই
কেউ
কিছু
করেননি।
অতএব
এই
কোর্ট
ক্যাঙারু
বা
ক্যাঙারু
নয়,
এই
প্রশ্নের
উত্তর
দেব
না।
আমি
মনে
করি
না
যে
এই
কোর্ট
কোনো
ক্যাঙারু।’
সেই
সাংবাদিক
আবার
প্রশ্ন
করেন,
‘তার
মানে,
স্বচ্ছতা,
জবাবদিহি
এবং
নিরপেক্ষতা
নিয়ে
আপনার
মধ্যে
কোনো
সংশয়
নেই?’
জবাবে
আমির
হোসেন
বলেন,
‘আমার
মধ্যে
কোনো
সংশয়
নেই।’
এডমিন 








