বরিশাল
ও
চট্টগ্রাম
বিভাগ
বাদ
দিয়ে
গতকাল
দেশের
প্রায়
সর্বত্র
বৃষ্টি
হয়েছে।
মোন্থা
মঙ্গলবারই
প্রবল
থেকে
সাধারণ
ঘূর্ণিঝড়ে
পরিণত
হয়।
এরপর
তা
নিম্নচাপ
আকারে
ভারতের
পশ্চিমবঙ্গ
এবং
বাংলাদেশের
দিকে
আসতে
থাকে।
এর
প্রভাবে
গত
দুই
দিন
দেশের
উত্তরাঞ্চলে
ব্যাপক
বৃষ্টি
হয়।
এর
মধ্যে
সিরাজগঞ্জের
তাড়াশে
গতকাল
সর্বোচ্চ
বৃষ্টি
রেকর্ড
করা
হয়
১৬৬
মিলিমিটার।
যখন
কোনো
এলাকায়
৪৪
থেকে
৮৮
মিলিমিটার
বৃষ্টি
হয়,
তখন
তাকে
ভারী
বৃষ্টি
বলে।
এর
চেয়ে
বেশি
হলে
তা
হয়
অতি
ভারী।
শুধু
তাড়াশ
নয়,
উত্তরের
একাধিক
স্থানে
গতকাল
ভারী
বৃষ্টি
হয়।
এর
মধ্যে
বগুড়ায়
৯৪,
নওগাঁয়
৮৯
ও
দিনাজপুরে
৫৬
মিলিমিটার
বৃষ্টি
হয়।
ময়মনসিংহে
গতকাল
৪৯
মিলিমিটার
বৃষ্টি
রেকর্ড
করা
হয়।
রাজধানীতে
গতকাল
দুপুর
১২টা
থেকে
রাত
৯টা
পর্যন্ত
৬৩
মিলিমিটার
বৃষ্টি
হয়।
এডমিন 












