মাইলস
যখন
‘চাঁদ
তারা
সূর্য’,
‘নীলা’,
‘ধিকি
ধিকি’
ও
‘ফিরিয়ে
দাও’-এর
মতো
কালজয়ী
গান
পরিবেশন
করে,
তখন
নস্টালজিয়ায়
ভরে
ওঠে
পুরো
হল।
উল্লাসে
প্রতিধ্বনিত
হয়
মিলনায়তন।
এরপর
মঞ্চে
আসে
নব্বই-পরবর্তী
প্রজন্মের
ব্যান্ড
আর্টসেল।
‘ধূসর
সময়’,
‘দুঃখবিলাস’ও
‘পথ
চলা’র
মতো
গান
দিয়ে
তারা
তরুণ
দর্শকদের
মাতিয়ে
রাখে।
তাদের
স্বকীয়
রক
সাউন্ড
আর
জটিল
কম্পোজিশনে
মুগ্ধ
শ্রোতারা।
ল্যাকেম্বার
বাসিন্দা
মোহাম্মদ
ইরফান
খান
বলেন,
‘মাইলস
আমাদের
কৈশোরের
সঙ্গী।
কিন্তু
একই
মঞ্চে
আর্টসেলকেও
পাওয়া
ছিল
এক
নতুন
অভিজ্ঞতা।
এই
রাত
ভোলার
নয়।’
আয়োজক
‘গ্রিনফিল্ড
এন্টারটেইনমেন্টের’
মুখপাত্র
ফয়সাল
আজাদ
বলেন,
‘দুই
প্রজন্মের
দুই
শীর্ষ
ব্যান্ডকে
এক
মঞ্চে
আনার
স্বপ্ন
ছিল
আমাদের।
সিডনির
বাঙালিরা
দীর্ঘদিন
এমন
কিছুর
অপেক্ষায়
ছিল।
এটি
এখানকার
কনসার্ট
ইতিহাসে
একটি
মাইলফলক।’
১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
‘ফিরিয়ে দাও’ থেকে ‘ধূসর সময়’: সিডনিতে একই মঞ্চে মাইলস ও আর্টসেল
-
এডমিন - আপডেট সময়ঃ ১২:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- 5
ট্যাগঃ
জনপ্রিয় খবর













