ডেমোক্র্যাট
ভোটার
লিয়া
অ্যাশ
বহু
বছর
ধরে
কোনো
রাজনীতিককে
নিয়ে
আশাবাদী
অনুভব
করেননি।
তবে
সম্প্রতি
সেই
অবস্থার
পরিবর্তন
হয়েছে।
তিনি
বলেন,
‘এ
বছর
আমার
জন্য
তিনিই
একমাত্র
আলোর
দিশা।
তিনি
সত্যিই
মানুষের
কথা
শুনতে
চান—যাঁদের
তিনি
মেয়র
হতে
যাচ্ছেন।’
২৬
বছর
বয়সী
অ্যাশ
যে
ব্যক্তির
কথা
বলছেন,
তিনি
হলেন
জোহরান
মামদানি,
যিনি
নিউইয়র্ক
সিটির
মেয়র
পদে
ডেমোক্রেটিক
পার্টির
প্রার্থী।
মামদানি
তাঁর
নির্বাচনী
প্রচারে
জীবনযাত্রার
ব্যয়
কমানোর
বিষয়টি
প্রাধান্য
দিচ্ছেন।
এ
কারণেই
অ্যাশ
নিঃসংকোচে
মামদানিকে
ভোট
দিতে
চান।
তবে
তিনি
মামদানিকে
ভোট
দিতে
পারছেন
না।
কারণ,
তিনি
থাকেন
নিউইয়র্ক
থেকে
প্রায়
১
হাজার
২০০
মাইল
দূরে,
মিসিসিপির
গালফপোর্ট
শহরে।
অ্যাশ
বলেন,
‘আমি
বিশ্বাস
করতে
চাই,
কোনো
একদিন
গালফপোর্ট,
মিসিসিপিতেও
এক
জোহরান
মামদানি
আসবেন।’
এডমিন 











