কানাডার
সরকার
বিদেশিদের
গণহারে
ভিসা
বাতিলের
ক্ষমতা
পাওয়ার
চেষ্টা
করছে।
এর
পেছনে
মূল
কারণ
হিসেবে
অভিযোগ
তোলা
হয়েছে,
ভারত
ও
বাংলাদেশ
থেকে
আসা
ভিসা
আবেদনে
জালিয়াতির
ঘটনা
ঘটছে।
কানাডার
সম্প্রচার
মাধ্যম
সিবিসি
নিউজের
কাছে
আসা
নথিতে
দেখা
যায়,
কানাডার
অভিবাসন,
শরণার্থী
এবং
নাগরিকত্ব
বিভাগ
(আইআরসিসি)
এবং
কানাডা
বর্ডার
সার্ভিসেস
এজেন্সির
(সিবিএসএ)
কর্মকর্তারা
মার্কিন
অংশীদারদের
সঙ্গে
মিলে
একটি
ওয়ার্কিং
গ্রুপ
তৈরি
করেছেন।
এই
গ্রুপের
লক্ষ্য
হচ্ছে
ভ্রমণ
ভিসার
জাল
আবেদনগুলো
চিহ্নিত
ও
বাতিল
করা
এবং
এ
জন্য
তাঁদের
ক্ষমতা
বৃদ্ধি
করা।
অভ্যন্তরীণ
সরকারি
নথিতে
ভারত
ও
বাংলাদেশকে
‘নির্দিষ্ট
চ্যালেঞ্জিং
দেশ’
হিসেবে
তুলে
উল্লেখ
করে
এই
ক্ষমতা
বৃদ্ধির
প্রয়োজনীয়তা
তুলে
ধরা
হয়েছে।
গণহারে
ভিসা
বাতিলের
ক্ষমতা
কী
কী
ক্ষেত্রে
ব্যবহার
করা
যেতে
পারে,
সেই
তালিকায়
‘নির্দিষ্ট
দেশের
ভিসাধারীদের’
কথা
উল্লেখ
করা
হয়েছে।
যদিও
প্রকাশ্যে
ইমিগ্রেশনমন্ত্রী
লেনা
দিয়াব
এই
ক্ষমতা
চাওয়ার
কারণ
হিসেবে
কেবল
মহামারি
বা
যুদ্ধের
কথা
বলেছেন।
তিনি
নির্দিষ্ট
কোনো
দেশের
কথা
উল্লেখ
করেননি।
এডমিন 











