১০:২৭ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাড়ি গেলেন জিকে গউছ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০১:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • 2

দলীয় মনোনয়ন পেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। এরপর তিনি হবিগঞ্জে নিজ এলাকায় ফিরেন। সন্ধ্যায় মা বাবার কবর জিয়ারত করে রাতেই ছুটে যান হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী অপর দুই প্রার্থীর বাসায়। তাদের সহযোগিতা ও দোয়া চান।

তারা হচ্ছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ড্যাব সভাপতি ডা. আহমুদুর রহমান আবদাল এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম।

এ বিষয়ে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম বলেন, মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার ঐক্যবদ্ধতা, দেশ ও দলের স্বার্থে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার কোনো বিকল্প নেই। এ প্রতিশ্রুতি আমাদের সবার কাছ থেকে নিয়েছেন। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। কিন্তু প্রতিহিংসা নেই। বিশেষ করে হবিগঞ্জে। যেহেতু দল সিদ্ধান্ত দিয়েছে, তাই আমরা জেলার সবগুলো আসনে বিশেষ করে হবিগঞ্জ-৩ আসনে জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে আমরা সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতা থাকবে।

এ বিষয়ে জিকে গউছ বলেন, আমরা বৃহত্তর রাজনৈতিক দলের কর্মী। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। কিন্তু কোনো প্রতিহিংসা নাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা মেনে ধানের শীষকে বিজয়ী করা আমাদের মূল লক্ষ্য। সেজন্য আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যতবার ভোট দেয়ার সুযোগ পেয়েছে, ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পেয়েছে ততবার বিএনপি সরকার গঠন করেছে। এবারও আমরা আশা করছি এ অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ভোট হবে। মানুষ ভোট কেন্দ্রে যাবেন। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আমরা আশা করছি বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়ী হয়ে ২৪ এর যে মূল লক্ষ্য তা বাস্তবায়ন করতে পারবো।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রদল, যুবদল হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন জি কে গউছ। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। অল্প বয়সে তিনি হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এবং পরে মেয়র নির্বাচিত হন।

এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। বছর ঘুরতে গণমানুষের নেতায় পরিণত হন তিনি। পলাতক শেখ হাসিনা সরকারের আমলে কারাগারে ছিলেন প্রায় ১৬০০ দিন। কারাগারে থেকে মেয়র পদে একবার জয়ীও হয়েছিলেন তিনি। ওই নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে তার এজেন্টও দিতে পারেননি। আর সেই থেকে তার জনপ্রিয়তা তুঙ্গে উঠে। ২০১৮ সালে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনও করেছেন। এবারও তার উপরই ভরসা রেখেছে বিএনপি। বছরের পর বছর ধরেই তিনি নির্বাচন কেন্দ্রিক এবং দলকে সুসংগঠিত করার জন্য কাজ করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

রাকসু তহবিলের ২২ বছরের টাকার হিসাব নেই রাবি প্রশাসনের কাছে

মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাড়ি গেলেন জিকে গউছ

আপডেট সময়ঃ ১২:০১:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

দলীয় মনোনয়ন পেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। এরপর তিনি হবিগঞ্জে নিজ এলাকায় ফিরেন। সন্ধ্যায় মা বাবার কবর জিয়ারত করে রাতেই ছুটে যান হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী অপর দুই প্রার্থীর বাসায়। তাদের সহযোগিতা ও দোয়া চান।

তারা হচ্ছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ড্যাব সভাপতি ডা. আহমুদুর রহমান আবদাল এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম।

এ বিষয়ে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম বলেন, মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার ঐক্যবদ্ধতা, দেশ ও দলের স্বার্থে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার কোনো বিকল্প নেই। এ প্রতিশ্রুতি আমাদের সবার কাছ থেকে নিয়েছেন। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। কিন্তু প্রতিহিংসা নেই। বিশেষ করে হবিগঞ্জে। যেহেতু দল সিদ্ধান্ত দিয়েছে, তাই আমরা জেলার সবগুলো আসনে বিশেষ করে হবিগঞ্জ-৩ আসনে জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে আমরা সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতা থাকবে।

এ বিষয়ে জিকে গউছ বলেন, আমরা বৃহত্তর রাজনৈতিক দলের কর্মী। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। কিন্তু কোনো প্রতিহিংসা নাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা মেনে ধানের শীষকে বিজয়ী করা আমাদের মূল লক্ষ্য। সেজন্য আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যতবার ভোট দেয়ার সুযোগ পেয়েছে, ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পেয়েছে ততবার বিএনপি সরকার গঠন করেছে। এবারও আমরা আশা করছি এ অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ভোট হবে। মানুষ ভোট কেন্দ্রে যাবেন। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আমরা আশা করছি বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়ী হয়ে ২৪ এর যে মূল লক্ষ্য তা বাস্তবায়ন করতে পারবো।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রদল, যুবদল হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন জি কে গউছ। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। অল্প বয়সে তিনি হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এবং পরে মেয়র নির্বাচিত হন।

এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। বছর ঘুরতে গণমানুষের নেতায় পরিণত হন তিনি। পলাতক শেখ হাসিনা সরকারের আমলে কারাগারে ছিলেন প্রায় ১৬০০ দিন। কারাগারে থেকে মেয়র পদে একবার জয়ীও হয়েছিলেন তিনি। ওই নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে তার এজেন্টও দিতে পারেননি। আর সেই থেকে তার জনপ্রিয়তা তুঙ্গে উঠে। ২০১৮ সালে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনও করেছেন। এবারও তার উপরই ভরসা রেখেছে বিএনপি। বছরের পর বছর ধরেই তিনি নির্বাচন কেন্দ্রিক এবং দলকে সুসংগঠিত করার জন্য কাজ করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।