আবার
যারা
পড়াশোনা
করছে,
তাদের
শিক্ষার
মান
নিয়েও
প্রশ্ন
উঠছে।
দ্য
ন্যাশনাল
স্টুডেন্ট
অ্যাসেসমেন্টের
২০২২
সালের
এক
প্রতিবেদন
অনুযায়ী,
পঞ্চম
শ্রেণির
শিক্ষার্থীদের
মধ্যে
মাত্র
৫০
শতাংশ
শিক্ষার্থী
ভালোভাবে
বাংলা
পড়তে
পারে।
মাত্র
৩০
শতাংশ
শিক্ষার্থী
গণিতে
প্রত্যাশিত
উত্তর
করতে
পারে।
প্রাথমিক
ও
গণশিক্ষা
মন্ত্রণালয়ের
অতিরিক্ত
সচিব
নূরজাহান
খাতুন
বলেন,
এসব
সমস্যা
সমাধানে
সমাজের
সবাইকে
এগিয়ে
আসতে
হবে।
তিনি
বলেন,
এখানে
জনসচেতনতা
সৃষ্টিতে
গণমাধ্যম
গুরুত্বপূর্ণ
ভূমিকা
পালন
করতে
পারে।
তবে
গণমাধ্যম
কিছুই
করে
না।
সমাপনী
বক্তব্যে
জাতীয়
শিক্ষা
ব্যবস্থাপনা
একাডেমির
(নায়েম)
মহাপরিচালক
মো.
জুলফিকার
হায়দার
বলেন,
‘সমস্যাগুলো
চিহ্নিত
হচ্ছে,
এগুলো
নিয়ে
কথা
হচ্ছে।
আমি
মনে
করি,
এটা
আমাদের
জন্য
একটা
ওয়েকআপ
কল।
তবে
মনে
রাখতে
হবে,
এগুলো
বাইরে
থেকে
কেউ
এসে
ঠিক
করে
দেবে
না।
এসব
আমাদেরই
ঠিক
করতে
হবে।’
এডমিন 














