০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • 5

মোবাইল ক্যামেরার ক্ষমতা এখন আর শুধু সেলফি বা সাধারণ মুহূর্তে সীমাবদ্ধ নয়। সঠিক কৌশল জানলে মোবাইল দিয়েই পাওয়া যায় ডিএসএলআর মানের ছবি। ভালো আলো ব্যবহার করা এবং সামান্য কৌশল জানলেই খুব সাধারণ ক্যামেরা দিয়েও দুর্দান্ত ছবি তোলা যায়।

আসুন দেখে নেওয়া যাক মোবাইল দিয়ে প্রফেশনাল ছবি তোলার কিছু টিপস-

১. ক্যামেরা লেন্স পরিষ্কার রাখুন
মোবাইল সারাদিন হাতে থাকে ঘাম, ধুলা, ফিঙ্গারপ্রিন্ট লেন্সে লেগে থাকতে পারে। ফলে ছবি হবে ঝাপসা বা ফেড-আউট। নরম কাপড়, টিস্যু বা মাইক্রোফাইবার দিয়ে লেন্স মুছে নিন। ছবি তোলার আগে একবার চেক করাই ভালো।

২. প্রাকৃতিক আলো ব্যবহার করুন
ভালো আলো মানে ভালো ছবি। প্রাকৃতিক আলো সবসময় মোবাইল ফটোগ্রাফির জন্য সেরা। জানালার আলো, বিকেলের নরম সূর্যের আলো সবচেয়ে সুন্দর। কড়া রোদ মুখে পড়লে হার্ড শ্যাডো পড়ে পারে অস্বস্তিকর দেখাতে। ব্যাকলাইটে থাকলে এক্সপোজার অ্যাডজাস্ট করুন বা এইচডিআর চালু রাখুন।

৩. শট কম্পোজিশনের নিয়ম মানুন
প্রফশনাল ছবির মূল রহস্য কম্পোজিশন। রুলস অব থার্ডস চালু করে ছবির বিষয়বস্তুকে গ্রিডের ক্রসিং পয়েন্টে রাখুন। সিমেন্ট্রি, লিডিং লাইনস, ফ্রেমিং-এসব কৌশলে ছবি আরও আকর্ষণীয় হয়। ব্যাকগ্রাউন্ড পরিষ্কার রাখুন, অপ্রয়োজনীয় জিনিস চোখে যেন না পড়ে।

৪. ফোকাস ঠিকমতো সেট করুন
বেশিরভাগ মানুষ ক্যামেরা খুলেই শাটার চাপেন ফলে বিষয়বস্তু ঝাপসা হয়। স্ক্রিনে যেখানে ফোকাস চান সেখানেই ট্যাপ করুন। ইনফিনিটি বা ম্যাক্রো ডিটেইল শটে ভালো রেজাল্ট আসে। ভিডিও করলে এই/এএফ লক ব্যবহার করুন, ফোকাস লাফাবে না।

৫. ম্যানুয়াল বা প্রো মোড ব্যবহার করুন
অটো মোড সবসময় সেরা ফল দেবে না। আইএসও কম রাখলে ছবি হবে কম নোইজি। শাটার স্পিড কমালে আলো বেশি, বাড়ালে ফাস্ট মোশন ধরবে। হোয়াট ব্যালেন্স ঠিক রাখলে রং প্রাকৃতিক দেখায়। স্মার্টফোনে প্রো মোড থাকলে তা ব্যবহার করলে লাইটিং ও এক্সপোজার আরও নিয়ন্ত্রণে আসে।

৬. এইচডিআর ও নাইট মোড ঠিকভাবে ব্যবহার করুন
এইচডিআর ব্যাকলাইট বা উজ্জ্বল-অন্ধকার মিশ্র আলোর পরিস্থিতিতে দারুণ কাজ করে। নাইট মোড দীর্ঘ এক্সপোজার ব্যবহার করে তাই ছবি তোলার সময় ফোন স্থির রাখুন। ট্রাইপড, দেয়ালে বা টেবিলে রেখে শট নিলে ছবি শার্প হবে।

৭. জুম কমান, বরং কাছে যান
ডিজিটাল জুম করলে ছবি পিক্সেল ভেঙে যায়। অপটিকাল জুম থাকলে সমস্যা নেই। না থাকলে যতটা সম্ভব কাছে গিয়ে শট নিন।
পরে ক্রপ করলেও ভালো রেজাল্ট পাবেন।

৮. স্ট্যাবলাইজেশন জরুরি
ছবি পর্যন্ত ঠিকঠাক, কিন্তু সামান্য কাঁপলে পুরো শট নষ্ট। দুই হাতে ফোন ধরুন। কনুই শরীরের সঙ্গে লক রাখুন। প্রয়োজন হলে ট্রাইপড/গিম্বল ব্যবহার করুন।

৯. রো বা হাই-রেজোলিউশন মোডে শুট করুন
রো ফাইল পোস্ট-এডিটিংয়ে বেশি ডিটেইল ধরে কনট্রাস্ট, এক্সপোজার, শার্পনেস ঠিকঠাক করা যায়। হাই রেজোলিউশনে ছবি নিলে ছাপা বা ক্রপ দুই ক্ষেত্রেই কোয়ালিটি বজায় থাকে।

১০. এডিটিং করুন, কিন্তু অল্প
লাইটরুম, স্ন্যাপসিট, ভিএসসিও বা মোবাইলের বিল্ট-ইন এডিটর দিয়েই রং, শার্পনেস ও কনট্রাস্ট ঠিক করা যায়। ন্যাচারাল লুক বজায় রাখুন। অতিরিক্ত স্যাচুরেশন বা স্কিন স্মুথ করলে কৃত্রিম লাগে

১১. লো-লাইটে ফ্ল্যাশ এড়িয়ে চলুন
মোবাইল ফ্ল্যাশ আলো হঠাৎ করে তীব্র হয় ফলে মুখে অস্বস্তিকর শাইন পড়ে, ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যায়। বরং পাশের লাইট সোর্স ব্যবহার করুন। ল্যাম্প, গাড়ির আলো, বা স্ক্রিন লাইট-সবই কাজে দেয়

১২. এক্সপেরিমেন্ট করুন
এক শটে কেউ প্রফেশনাল হয় না। ভিন্ন এঙ্গেল, নিচ থেকে বা উপর থেকে। রিফ্লেকশন, শিলুয়েট, ম্যাক্রো,ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করুন।

আরও পড়ুন
ফোন হ্যাক হলে বুঝবেন যেভাবে 
বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন মাত্র ১৩ গ্রাম 

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে

আপডেট সময়ঃ ০৬:০০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

মোবাইল ক্যামেরার ক্ষমতা এখন আর শুধু সেলফি বা সাধারণ মুহূর্তে সীমাবদ্ধ নয়। সঠিক কৌশল জানলে মোবাইল দিয়েই পাওয়া যায় ডিএসএলআর মানের ছবি। ভালো আলো ব্যবহার করা এবং সামান্য কৌশল জানলেই খুব সাধারণ ক্যামেরা দিয়েও দুর্দান্ত ছবি তোলা যায়।

আসুন দেখে নেওয়া যাক মোবাইল দিয়ে প্রফেশনাল ছবি তোলার কিছু টিপস-

১. ক্যামেরা লেন্স পরিষ্কার রাখুন
মোবাইল সারাদিন হাতে থাকে ঘাম, ধুলা, ফিঙ্গারপ্রিন্ট লেন্সে লেগে থাকতে পারে। ফলে ছবি হবে ঝাপসা বা ফেড-আউট। নরম কাপড়, টিস্যু বা মাইক্রোফাইবার দিয়ে লেন্স মুছে নিন। ছবি তোলার আগে একবার চেক করাই ভালো।

২. প্রাকৃতিক আলো ব্যবহার করুন
ভালো আলো মানে ভালো ছবি। প্রাকৃতিক আলো সবসময় মোবাইল ফটোগ্রাফির জন্য সেরা। জানালার আলো, বিকেলের নরম সূর্যের আলো সবচেয়ে সুন্দর। কড়া রোদ মুখে পড়লে হার্ড শ্যাডো পড়ে পারে অস্বস্তিকর দেখাতে। ব্যাকলাইটে থাকলে এক্সপোজার অ্যাডজাস্ট করুন বা এইচডিআর চালু রাখুন।

৩. শট কম্পোজিশনের নিয়ম মানুন
প্রফশনাল ছবির মূল রহস্য কম্পোজিশন। রুলস অব থার্ডস চালু করে ছবির বিষয়বস্তুকে গ্রিডের ক্রসিং পয়েন্টে রাখুন। সিমেন্ট্রি, লিডিং লাইনস, ফ্রেমিং-এসব কৌশলে ছবি আরও আকর্ষণীয় হয়। ব্যাকগ্রাউন্ড পরিষ্কার রাখুন, অপ্রয়োজনীয় জিনিস চোখে যেন না পড়ে।

৪. ফোকাস ঠিকমতো সেট করুন
বেশিরভাগ মানুষ ক্যামেরা খুলেই শাটার চাপেন ফলে বিষয়বস্তু ঝাপসা হয়। স্ক্রিনে যেখানে ফোকাস চান সেখানেই ট্যাপ করুন। ইনফিনিটি বা ম্যাক্রো ডিটেইল শটে ভালো রেজাল্ট আসে। ভিডিও করলে এই/এএফ লক ব্যবহার করুন, ফোকাস লাফাবে না।

৫. ম্যানুয়াল বা প্রো মোড ব্যবহার করুন
অটো মোড সবসময় সেরা ফল দেবে না। আইএসও কম রাখলে ছবি হবে কম নোইজি। শাটার স্পিড কমালে আলো বেশি, বাড়ালে ফাস্ট মোশন ধরবে। হোয়াট ব্যালেন্স ঠিক রাখলে রং প্রাকৃতিক দেখায়। স্মার্টফোনে প্রো মোড থাকলে তা ব্যবহার করলে লাইটিং ও এক্সপোজার আরও নিয়ন্ত্রণে আসে।

৬. এইচডিআর ও নাইট মোড ঠিকভাবে ব্যবহার করুন
এইচডিআর ব্যাকলাইট বা উজ্জ্বল-অন্ধকার মিশ্র আলোর পরিস্থিতিতে দারুণ কাজ করে। নাইট মোড দীর্ঘ এক্সপোজার ব্যবহার করে তাই ছবি তোলার সময় ফোন স্থির রাখুন। ট্রাইপড, দেয়ালে বা টেবিলে রেখে শট নিলে ছবি শার্প হবে।

৭. জুম কমান, বরং কাছে যান
ডিজিটাল জুম করলে ছবি পিক্সেল ভেঙে যায়। অপটিকাল জুম থাকলে সমস্যা নেই। না থাকলে যতটা সম্ভব কাছে গিয়ে শট নিন।
পরে ক্রপ করলেও ভালো রেজাল্ট পাবেন।

৮. স্ট্যাবলাইজেশন জরুরি
ছবি পর্যন্ত ঠিকঠাক, কিন্তু সামান্য কাঁপলে পুরো শট নষ্ট। দুই হাতে ফোন ধরুন। কনুই শরীরের সঙ্গে লক রাখুন। প্রয়োজন হলে ট্রাইপড/গিম্বল ব্যবহার করুন।

৯. রো বা হাই-রেজোলিউশন মোডে শুট করুন
রো ফাইল পোস্ট-এডিটিংয়ে বেশি ডিটেইল ধরে কনট্রাস্ট, এক্সপোজার, শার্পনেস ঠিকঠাক করা যায়। হাই রেজোলিউশনে ছবি নিলে ছাপা বা ক্রপ দুই ক্ষেত্রেই কোয়ালিটি বজায় থাকে।

১০. এডিটিং করুন, কিন্তু অল্প
লাইটরুম, স্ন্যাপসিট, ভিএসসিও বা মোবাইলের বিল্ট-ইন এডিটর দিয়েই রং, শার্পনেস ও কনট্রাস্ট ঠিক করা যায়। ন্যাচারাল লুক বজায় রাখুন। অতিরিক্ত স্যাচুরেশন বা স্কিন স্মুথ করলে কৃত্রিম লাগে

১১. লো-লাইটে ফ্ল্যাশ এড়িয়ে চলুন
মোবাইল ফ্ল্যাশ আলো হঠাৎ করে তীব্র হয় ফলে মুখে অস্বস্তিকর শাইন পড়ে, ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যায়। বরং পাশের লাইট সোর্স ব্যবহার করুন। ল্যাম্প, গাড়ির আলো, বা স্ক্রিন লাইট-সবই কাজে দেয়

১২. এক্সপেরিমেন্ট করুন
এক শটে কেউ প্রফেশনাল হয় না। ভিন্ন এঙ্গেল, নিচ থেকে বা উপর থেকে। রিফ্লেকশন, শিলুয়েট, ম্যাক্রো,ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করুন।

আরও পড়ুন
ফোন হ্যাক হলে বুঝবেন যেভাবে 
বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন মাত্র ১৩ গ্রাম 

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।