হাসপাতাল
সূত্রে
জানা
যায়,
গতকাল
সন্ধ্যা
৬টা
৪০
মিনিটে
ওই
নবজাতককে
হাসপাতালে
ভর্তি
করা
হয়েছে।
হাসপাতালের
ভর্তি
রেজিস্ট্রারে
ঠিকানা
উল্লেখ
করা
হয়েছে
ইনছুয়ারা,
শাহিনুর,
আলাদিপুর,
ফুলবাড়ী।
আর
বাজারের
ব্যাগে
নবজাতকের
মায়ের
রেখে
যাওয়া
চিরকুটে
লেখা
রয়েছে,
‘আমি
মুসলিম।
আমি
একজন
হতোভাগি।
পরিস্থিতির
স্বীকার
হয়ে
বাচ্চা
রেখে
গেলাম।
দয়া
করে
কেউ
নিয়ে
যাবেন।
বাচ্চার
জন্মতারিখ
৪
নভেম্বর
২০২৫
(মঙ্গলবার)।
এগুলো
সব
বাচ্চার
ওষুধ…।’
আজ
বিকেলে
হাসপাতালে
ইন্টার্ন
চিকিৎসক
গোলাম
আহাদ
বলেন,
পঞ্চাশোর্ধ্ব
এক
দম্পতি
গতকাল
সন্ধ্যায়
শিশুটিকে
নিয়ে
এসে
ভর্তি
করতে
বলেন।
নিজেদের
পরিচয়
দেন
শিশুটির
নানা-নানী
হিসেবে।
তিনি
শিশুটির
মায়ের
খোঁজ
করলে
তাঁরা
বলেন,
মা
নিচে
আছেন।
তিনি
মাকে
নিয়ে
আসতে
বললে
বাচ্চাসহ
ওই
দম্পতি
বেড়িয়ে
যান।
এর
কিছুক্ষণ
পর
শিশু
ওয়ার্ডের
বাইরে
একটি
বেডে
বাচ্চাটিকে
একা
থাকতে
দেখে
অন্যরা
বিষয়টি
জানান।
পরে
অনেক
খোঁজাখুঁজি
করেও
শিশুটির
মা
ও
স্বজনদের
খুঁজে
পাওয়া
যায়নি।
শিশুটির
বিছানায়
একটি
বাজারের
ব্যাগে
কিছু
ওষুধ,
ডায়াপার
ও
জামাকাপড়
পাওয়া
গেছে।
এডমিন 







