আকবরের
স্বজনদের
বরাত
দিয়ে
চট্টগ্রাম
মেডিকেল
কলেজ
(চমেক)
পুলিশ
ফাঁড়ির
ইনচার্জ
নুরুল
আলম
বলেন,
দৃর্বৃত্তদের
ছুরিকাঘাতে
ঘটনাস্থলেই
আকবরের
মৃত্যু
হয়েছে।
রাত
১১টার
দিকে
তাঁকে
চমেক
হাসপাতালে
আনা
হলে
কর্তব্যরত
ডাক্তার
মৃত
ঘোষণা
করেন।
নিহতে
বোন
সায়মা
প্রথম
আলোকে
বলেন,
‘বাড়ির
সামনে
দুপক্ষের
মধ্যে
মারামরি
চলছিল।
তখন
আমার
ভাই
বাড়ির
ঠিক
সামনে
দাঁড়িয়ে
ছিল।
হঠাৎ
আমার
ভাইকে
ছুরিকাঘাত
করা
হয়।
কয়েকজনকে
আমরা
চিনি।
তাঁরা
হালিশহর
বি
ব্লক
এলাকার
লোকজন।’
এডমিন 



















