স্থপতি
নাহাস
আহমেদ
খলিল
বলেছেন,
‘মেরিনা
তাবাশ্যুমের
কাজে
একজন
প্রকৃত
শিল্পীর
অভিব্যক্তি
দেখা
যায়,
যা
নৈতিকভাবে
শক্তিশালী
ও
সৎ।
অভিব্যক্তিতে
(এক্সপ্রেশন)
সততা
না
থাকলে
আমরা
এগোতে
পারব
না।’
সম্প্রতি
দ্বিতীয়বারের
মতো
স্থাপত্যে
আগা
খান
পুরস্কার
পান
মেরিনা
তাবাশ্যুম।
এই
পুরস্কারপ্রাপ্তি
উদ্যাপন
করতে
গতকাল
শনিবার
রাজধানীর
একটি
হোটেলে
আয়োজিত
অনুষ্ঠানে
এ
কথা
বলেন
নাহাস
আহমেদ।
মেরিনা
তাবাশ্যুম
সম্পর্কে
তাঁর
শিক্ষক
ব্র্যাক
বিশ্ববিদ্যালয়ের
ডিপার্টমেন্ট
অব
আর্কিটেকচারের
চেয়ারপারসন
জয়নব
ফারুকি
আলী
বলেছেন,
‘স্থাপত্য
মানুষের
জীবন
ও
আধ্যাত্মিকতার
সঙ্গে
কী
অসাধারণভাবে
মিশে
যায়,
মেরিনা
তাবাশ্যুম
সেটার
স্বাক্ষর
রেখেছেন
তাঁর
ঢাকার
দক্ষিণখানের
বায়তুর
রউফ
মসজিদে।
২০১৬
সালে
যখন
মসজিদটির
উদ্বোধনে
যাই,
তখন
মসজিদটির
মোয়াজ্জিনের
কাছে
জানতে
চাই,
এ
মসজিদের
কোন
বিষয়টি
আপনার
সবচেয়ে
ভালো
লাগে।
মোয়াজ্জিন
বলেছিলেন,
“আমার
এখান
থেকে
আজান
দিতে
ভালো
লাগে।”’
এডমিন 



















