পূর্ণ
রাজ্যের
মর্যাদা
ফেরত
পাওয়া
নিয়ে
জম্মু-কাশ্মীরের
শাসক
দল
ন্যাশনাল
কনফারেন্সের
(এনসি)
সঙ্গে
বিরোধী
দল
বিজেপি
ও
উপরাজ্যপাল
মনোজ
সিনহার
কাজিয়া
তীব্রতর
হচ্ছে।
দুই
পক্ষের
এই
পাল্টাপাল্টি
দাবির
মধ্য
দিয়ে
স্পষ্ট
বোঝা
যাচ্ছে,
প্রতিশ্রুতিবদ্ধ
হলেও
বিজেপি
নেতৃত্ব
এখনই
পূর্ণ
রাজ্যের
মর্যাদা
ফেরত
দেওয়ার
বিষয়টি
আদৌ
ভাবনাচিন্তার
মধ্যে
আনছে
না।
কিছুদিন
আগে
মুখ্যমন্ত্রী
ওমর
আবদুল্লাহ
হতাশ
হয়ে
বলেছিলেন,
রাজ্যের
মর্যাদা
পাওয়ার
শর্ত
হিসেবে
যদি
তাঁকে
পদত্যাগ
করতে
হয়,
তাহলে
তিনি
তা–ও
করতে
প্রস্তুত।
উপরাজ্যপাল
মনোজ
সিনহা
মন্তব্য
করেছিলেন,
নির্বাচিত
সরকার
দায়িত্ব
পালনে
ব্যর্থ।
সেই
ব্যর্থতার
দায়
এড়াতে
তারা
রাজ্যের
মর্যাদা
না
পাওয়াকে
অজুহাত
হিসেবে
খাড়া
করতে
পারে
না।
ওই
বিতর্কের
পর
নতুন
বিতর্কের
জন্ম
দিয়েছেন
জম্মু-কাশ্মীর
বিধানসভার
বিরোধীদলীয়
নেতা
বিজেপির
সুনীল
শর্মা।
গত
রোববার
তিনি
বলেন,
ওমর
আবদুল্লাহ
২০১৪
সালেও
বিজেপির
হাত
ধরতে
প্রস্তুত
ছিলেন।
২০২৪
সালের
নির্বাচনের
পরও
দিল্লিতে
গিয়ে
তিনি
বিজেপির
শীর্ষ
নেতাদের
বলেছিলেন,
পূর্ণাঙ্গ
রাজ্যের
মর্যাদা
ফেরত
দেওয়া
হলে
তিনি
বিজেপির
সঙ্গে
সরকার
গড়তে
প্রস্তুত।
এডমিন 









