সাবেক
আইনপ্রণেতা
ও
বিপ্লবী
নেতা
মানবেন্দ্র
নারায়ণ
লারমার
৪২তম
মৃত্যুবার্ষিকীতে
তাঁকে
শ্রদ্ধা
ও
ভালোবাসায়
স্মরণ
করা
হয়েছে।
সোমবার
বিকেলে
ঢাকা
বিশ্ববিদ্যালয়ের
চারুকলায়
এক
স্মরণসভায়
তাঁর
স্মৃতির
প্রতি
শ্রদ্ধা
জানানো
হয়।
স্মরণসভার
শুরুতে
শোক
প্রস্তাব
পাঠ
করেন
এম
এন
লারমার
৪২তম
মৃত্যুবার্ষিকী
পালন
জাতীয়
কমিটির
যুগ্ম
আহ্বায়ক
ও
জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়
অধ্যাপক
রেজওয়ানা
করিম
স্নিগ্ধা।
মানবেন্দ্র
লারমা
গরিব
মেহনতি
মানুষের
নেতা
উল্লেখ
করে
স্মরণসভায়
সাংবাদিক
সোহরাব
হাসান
বলেন,
‘তিনি
কেবল
পাহাড়ি
মানুষের
নেতা
ছিলেন
না।
বিপ্লবী
মানবেন্দ্র
নারায়ণ
লারমা
সমগ্র
নিপীড়িত
মানুষের
কথা
বলেছেন।
তিনি
বাহাত্তরের
সংবিধানে
আদিবাসী,
শ্রমিক
ও
মেহনতি
মানুষের
কথা
তুলে
ধরেছেন।
তিনি
সে
সময়
সংসদে
দাড়িয়ে
দৃঢ়
কণ্ঠে
প্রতিবাদ
করেছিলেন
যে
তিনি
একজন
চাকমা,
একজন
চাকমা
কোনো
দিন
বাঙালি
হতে
পারেন
না।’
এডমিন 










