আদেশের
অপেক্ষা
বাগেরহাটে
সংসদীয়
আসন
চারটি
থেকে
কমিয়ে
তিন
আসন
করা
সংক্রান্ত
নির্বাচন
কমিশনের
(ইসি)
সিদ্ধান্তকে
আইনগত
কর্তৃত্ববহির্ভূত
ঘোষণা
করেছেন
হাইকোর্ট।
আগের
মতো
বাগেরহাটে
চারটি
সংসদীয়
আসন
পুনর্বহাল
করতে
নির্দেশ
দেওয়া
হয়েছে।
এ
বিষয়ে
ইসি
সচিব
বলেন,
ইসি
এখন
পর্যন্ত
আদালতের
আদেশের
সার্টিফায়েড
কপি
পায়নি।
এটি
পাওয়ার
পর
কমিশন
এ
বিষয়ে
সিদ্ধান্ত
নেবেন
যে
আদেশের
বিরুদ্ধে
আপিল
করা
হবে
নাকি
এটা
মেনে
নেওয়া
হবে।
এক
প্রশ্নের
জবাবে
ইসি
সচিব
বলেন,
এখন
সংসদীয়
আসনের
সীমানা
সম্পর্কিত
কতটি
রিট
আবেদন
হয়েছে,
তা
তাৎক্ষণিক
সুনির্দিষ্টভাবে
তিনি
বলতে
পারছেন
না।
৩০টি
বা
এর
বেশি
হতে
পারে।
এডমিন 














