‘যুদ্ধাপরাধ’
বলছে
হামাস
গাজা
সিটি
পুরোপুরি
দখলে
নিতে
ইসরায়েলি
পরিকল্পনার
সমালোচনা
করেছে
জাতিসংঘ।
ইউরোপীয়
ইউনিয়নসহ
বেশ
কয়েকটি
দেশের
পক্ষ
থেকেও
নিন্দা
জানানো
হয়েছে।
বিশ্বজুড়ে
সমালোচনা
ক্রমেই
বাড়ছে।
এ
পরিস্থিতিতে
ইসরায়েলের
প্রধান
সামরিক
সমর্থক
যুক্তরাষ্ট্র
পরিকল্পনাটি
নিয়ে
কী
ভাবছে,
সেটা
স্পষ্ট
নয়।
এ
পরিকল্পনা
নিয়ে
ইসরায়েল
সরকার
কি
মার্কিন
প্রশাসনকে
আগেভাগেই
জানিয়েছিল—এমন
প্রশ্নের
জবাব
দেননি
যুক্তরাষ্ট্রের
ভাইস
প্রেসিডেন্ট
জেডি
ভ্যান্স।
তবে
ফিলিস্তিনি
রাষ্ট্রের
প্রতি
সমর্থন
অব্যাহত
রাখার
কথা
জানিয়েছেন
তিনি।
বিশেষজ্ঞদের
অনেকের
মতে,
ওয়াশিংটনের
পক্ষ
থেকে
কোটি
কোটি
ডলারের
সহায়তা
ছাড়া
ফিলিস্তিনের
গাজা
সিটি
সামরিক
উপায়ে
পুরোপুরি
দখলে
নেওয়ার
ইসরায়েলি
পরিকল্পনা
বেশিদূর
এগিয়ে
নেওয়া
যাবে
না।
গতকাল
হামাসের
পক্ষ
থেকে
বলা
হয়েছে,
গাজা
সিটি
দখলে
নেওয়ার
ইসরায়েলি
পরিকল্পনা
যুদ্ধাপরাধের
শামিল।
এই
পরিকল্পনা
ঘোষণার
ফলে
এটা
স্পষ্ট
হয়েছে
যে
ইসরায়েল
কেন
হঠাৎ
করে
শেষ
দফার
যুদ্ধবিরতি
আলোচনা
থেকে
সরে
এসেছে।
ফিলিস্তিন–ইসরায়েল
ইস্যুতে
আলোচনার
জন্য
এ
সপ্তাহান্তে
জরুরি
বৈঠকে
বসছে
জাতিসংঘের
নিরাপত্তা
পরিষদ।