রেখাচিত্র
শিল্পী
শিশির
ভট্টাচার্য্যের
পঞ্চম
একক
শিল্পকর্ম
প্রদর্শনী।
এর
আগের
একক
প্রদর্শনীটি
হয়
২০১৩
সালে।
তিনি
শিল্পকর্ম
এবং
সমাজ
ও
রাজনীতিবিষয়ক
কার্টুনের
জন্য
খ্যাতনামা।
রেখাচিত্রে
তিনি
সমাজবাস্তবতা,
প্রাণ,
প্রকৃতি,
পরিপার্শ্ব
তাঁর
নিজের
আঙ্গিকে
তুলে
ধরেছেন।
মাছ,
ফুল,
পাতা,
লতাগুল্ম,
পাখি,
সূর্য,
কীটপতঙ্গ,
মানুষের
মুখাবয়ব,
হাতের
পাঞ্জা,
বিভিন্ন
ধরনের
প্রাণী
থেকে
শুরু
করে
হরেক
রকমের
যন্ত্রপাতি,
জীবনযাপনের
বহুবিধ
উপকরণ
ও
অনুষঙ্গ
অনায়াসে
তুলে
ধরেছেন
তাঁর
ছবিতে।
শিশির
ভট্টাচার্য্যের
দর্শক
মাত্রই
জানেন
অঙ্কনের
নৈপুণ্যে
তিনি
অনন্য।
সাদা,
হালকা
আসমানি,
বাদামি
কাগজে
তিনি
এঁকেছেন
তাঁর
প্রিয়
বিষয়–আশয়।
একটা
স্বপ্নের
মতো
পরিপ্রেক্ষিত
সৃষ্টি
হয়
তাঁর
এই
আঁকায়।
মানব–মানবীর
মুখ
হয়তো
তাকিয়ে
আছে
সূর্যের
দিকে।
তার
পাশেই
ভাসছে
মাছ,
কিংবা
স্রোতের
মতো
ভেসে
যাচ্ছে
অনেকগুলো
চোখ।
ঝরে
পড়ছে
বৃষ্টির
ফোঁটা।
ফুটে
আছে
ফুল।
চুলের
বদলে
মাথা
ভেদ
করে
গজাচ্ছে
গাছপালা।
আবার
অনেক
ক্রূর
দৃশ্যও
আছে।
কাটা
হাত-পা,
কবন্ধ
শরীর,
আঙুলকাটা,
কবজিকাটা
হাত।
হাতের
অনেক
রকমের
ইঙ্গিতময়
মুদ্রা,
মুখের
বিবিধ
অনুভূতির
অভিব্যক্তি,
প্রকৃতির
স্নিগ্ধতা
ও
নিসর্গের
ওপর
মানুষের
বর্বর
আক্রমণ
এমন
অনেক
বিষয়
তাঁর
কাজে
বারবার
ঘুরেফিরে
এসেছে।
এডমিন 









