মনিরকে
ঢাকা
মেডিকেল
কলেজ
হাসপাতালে
নিয়ে
আসেন
একই
এলাকার
বাসিন্দা
সাইদুল
ইসলাম।
তিনি
জানান,
বিকেলে
কয়েকজন
মিলে
গোসল
করার
জন্য
বাইগদিয়া
এলাকায়
যান
মনির।
সেখান
থেকে
হেঁটে
ফেরার
পথে
মোটরসাইকেলে
করে
আসা
অজ্ঞাতনামা
কয়েকজন
গুলি
ছোড়ে।
এতে
তাঁর
কোমরে
গুলি
লাগে।
সাইদুল
আরও
জানান,
ঘটনাস্থলের
পাশেই
তখন
গন্ডগোল
চলছিল।
গুরুতর
আহত
অবস্থায়
মনিরকে
প্রথমে
স্থানীয়
একটি
হাসপাতালে
এবং
পরে
মুগদা
জেনারেল
হাসপাতালে
নেওয়া
হয়।
পরে
রাত
সাড়ে
৯টার
দিকে
তাঁকে
ঢাকা
মেডিকেল
কলেজ
হাসপাতালে
ভর্তি
করা
হয়।
এডমিন 


















