বেলা
সাড়ে
তিনটার
কিছু
আগে
মঞ্চে
ওঠেন
সংগীতশিল্পী
ফারজানা
ওয়াহিদ
সায়ান।
গানে
গানে
তিনি
বলেন,
‘চব্বিশ
আর
একাত্তর,
যারা
করে
মুখোমুখি,
চলো
একখানা
বাংলাদেশ
হয়ে
তাদেরকে
রুখি।
চব্বিশ
আর
একাত্তর
সবই
তো
বাংলাদেশ,
যারা
বিভাজনে
বিশ্বাস
করো
তোমাদর
দিন
শেষ।…চব্বিশ
ছিল,
চব্বিশ
আছে,
থেকে
যাবে
পাহারাতে,
কিন্তু
তোমাকে
হাঁটতেই
হবে
একাত্তরের
সাথে।’
বিকেল
চারটার
দিকে
গান
পরিবেশন
করে
ব্যান্ড
ফিরোজ
জং।
গানের
ফাঁকে
ফিরোজ
জংয়ের
ভোকালিস্ট
মার্ক
রাতুল
সিনহা
বলেন,
‘আমাদের
যখন
এই
শোর
কথা
বলা
হয়েছে,
এর
পর
থেকে
অনেক
মুক্তিযুদ্ধের
গান
শুনতেছিলাম।
মুক্তিযুদ্ধের
সময়
তো
আমি
জন্মাইনি।
যখন
গানগুলো
শুনছি
আমার
গায়ের
লোম
দাঁড়িয়ে
যাচ্ছিল,
চোখ
দিয়ে
পানি
এসে
যাচ্ছিল।
এর
কারণ
আমাদের
বুকে
মুক্তিযুদ্ধ।’
এডমিন 













