ঢাকা
শহরে
যানজটের
কারণে
প্রচুর
সময়
নষ্ট
হচ্ছে
এবং
এটি
জাতিকে
প্রতিদিন
পিছিয়ে
নিয়ে
যাচ্ছে
উল্লেখ
করে
বিএনপির
ভারপ্রাপ্ত
চেয়ারম্যান
তারেক
রহমান
বলেন,
আগামী
দিনে
সরকারকে
এ
বিষয়টি
নিয়ে
কাজ
করতে
হবে।
যানজট
সয়ে
গেলে
চলবে
না,
এর
সমাধান
বের
করতে
হবে।
শিক্ষা,
স্বাস্থ্য,
চিকিৎসা,
কর্মসংস্থানসহ
বিভিন্ন
খাতে
বিএনপির
নেওয়া
পরিকল্পনা
বাস্তবায়ন
করার
জন্য
শক্তিশালী
‘ম্যান্ডেট’
(জনরায়)
লাগবে
বলেও
সভায়
উল্লেখ
করেন
তারেক
রহমান।
তিনি
বলেন,
এসব
পরিকল্পনা
বাস্তবায়নের
জন্য
আগামী
সরকারকে
শক্তিশালী
ম্যান্ডেটের
ওপর
দাঁড়াতে
হবে।
যদি
ম্যান্ডেট
দুর্বল
হয়,
তাহলে
হয়তো
অনেক
কাজ
করা
সম্ভব
হবে
না।
এই
সভায়
সভাপতির
বক্তব্যে
বিএনপির
মহাসচিব
মির্জা
ফখরুল
ইসলাম
আলমগীর
বলেন,
বিএনপি
দীর্ঘ
১৬
বছর
গণতন্ত্রের
জন্য
লড়াই-সংগ্রাম
করেছে।
ক্ষমতায়
যেতে
পারলে
তারেক
রহমানের
নেতৃত্বে
দেশকে
আকাঙ্ক্ষিত
জায়গায়
নিয়ে
যাওয়ার
চেষ্টা
করবে
বিএনপি।
এডমিন 













