গত
সপ্তাহের
এক
নির্বাহী
আদেশের
মাধ্যে
পেনশন
হিসেবে
ক্রিপ্টো
মুদ্রা
রাখার
পথ
সুগম
করা
হয়েছে,
অর্থাৎ
এই
খাতে
যে
নিয়ন্ত্রণ
আরও
শিথিল
হবে,
এটি
তারই
ইঙ্গিত।
২০২৫
সালে
যুক্তরাষ্ট্রে
ক্রিপ্টো
খাত
কয়েকটি
গুরুত্বপূর্ণ
সিদ্ধান্ত
নেওয়া
হয়েছে,
যেমন
স্টেবলকয়েন
নিয়মাবলির
অনুমোদন
ও
মার্কিন
সিকিউরিটিজ
নিয়ন্ত্রক
কর্তৃপক্ষের
নিয়মাবলি
সংস্কার।
বিটকয়েনের
এ
উত্থানের
কারণে
গত
কয়েক
মাসে
পুরো
ক্রিপ্টো
খাতের
মূল্য
বৃদ্ধি
ত্বরান্বিত
হয়েছে।
ট্রাম্পের
শুল্কনীতির
প্রভাব
এ
খাতে
পড়েনি।
কয়েন
মার্কেট
ক্যাপের
তথ্যানুসারে,
ক্রিপ্টো
খাতের
মোট
বাজার
মূলধন
৪
দশমিক
১৮
ট্রিলিয়ন
বা
৪
লাখ
১৮
হাজার
কোটি
ডলার
ডলার
অতিক্রম
করেছে।
২০২৪
সালের
নভেম্বরে
যা
ছিল
প্রায়
২
দশমিক
৫
ট্রিলিয়ন
বা
আড়াই
লাখ
কোটি
ডলার,
অর্থাৎ
নভেম্বরে
ট্রাম্প
নির্বাচনে
বিজয়ী
হওয়ার
পর
এ
পরিস্থিতি
সৃষ্টি
হয়েছে।
পেনশন
হিসেবে
ক্রিপ্টো
সম্পদ
রাখার
বিধান
ব্ল্যাকরক
ও
ফিডেলিটির
মতো
কোম্পানির
জন্যও
সহায়ক
হতে
পারে,
অর্থাৎ
যারা
ক্রিপ্টো
এক্সচেঞ্জ-ট্রেডেড
ফান্ড
পরিচালনা
করে,
তাদের
জন্য
এটি
সুবিধাজনক
হতে
পারে।
তবে
পেনশন
সঞ্চয়ে
ক্রিপ্টো
সম্পদ
যুক্ত
করা
ঝুঁকিমুক্ত
নয়,
কেননা
এই
খাত
স্টক
বা
বন্ডের
তুলনায়
অস্থির।
এডমিন 







