০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শিশু যখন আল্লাহকে দেখতে চায়

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • 3

যখন
শিশু
সরাসরি
প্রশ্ন
করে
যে
সে
কেন
আল্লাহকে
দেখতে
পায়
না,
তখন
তাকে
কিছু
বাস্তব
উদাহরণ
দিয়ে
বোঝানো
যেতে
পারে:


১.
স্রষ্টা

সৃষ্টির
উদাহরণ:

তাকে
জিজ্ঞেস
করুন,
“এই
যে
আমাদের
টেলিভিশন
বা
গাড়িগুলো
দেখছো,
এগুলো
কি
নিজে
নিজে
তৈরি
হয়েছে?”
সে
উত্তর
দেবে,
“না।”

তখন
তাকে
বলুন,
“তেমনি
এই
বিশাল
পৃথিবী,
সূর্য
এবং
তারকারাজিও
কেউ
একজন
তৈরি
করেছেন।
আমরা
সবসময়
নির্মাতাকে
দেখতে
পাই
না,
কিন্তু
তাঁর
তৈরি
কাজ
দেখে
বুঝতে
পারি
যে
তিনি
আছেন।”


২.
নিয়ন্ত্রক

অদৃশ্যের
যুক্তি:

তাকে
সিসিটিভি
ক্যামেরার
উদাহরণ
দিন।
আমরা
রাস্তায়
ক্যামেরা
দেখি,
কিন্তু
সেই
ক্যামেরাগুলো
যারা
নিয়ন্ত্রণ
করছেন
সেই
পুলিশ
বা
প্রকৌশলীদের
আমরা
সবসময়
দেখতে
পাই
না।

কিন্তু
আমরা
জানি
যে
কেউ
একজন
মনিটরে
আমাদের
দেখছেন
এবং
সব
নিয়ন্ত্রণ
করছেন।
একইভাবে
আল্লাহ
তাআলা
আমাদের
দেখেন
এবং
মহাবিশ্ব
পরিচালনা
করেন,
যদিও
আমরা
তাঁকে
এই
চোখে
দেখতে
পাই
না।


৩.
সক্ষমতার
সীমাবদ্ধতা:

শিশুকে
বোঝান
যে
আমাদের
চোখের
দেখার
একটি
নির্দিষ্ট
ক্ষমতা
আছে।
যেমন
আমরা
খুব
দূরের
জিনিস
দেখি
না
বা
খুব
ছোট
জীবাণু
দেখতে
পাই
না।

আল্লাহ
এত
মহান
এবং
তাঁর
নূর
এত
প্রখর
যে
এই
দুনিয়ার
চোখ
দিয়ে
তাঁকে
দেখার
ক্ষমতা
আমাদের
নেই।
তবে
জান্নাতে
ইনশাআল্লাহ
মুমিনরা
আল্লাহকে
দেখতে
পাবে।

পবিত্র
কোরআনে
বলা
হয়েছে,
“দৃষ্টিসমূহ
তাঁকে
আয়ত্ত
করতে
পারে
না,
অথচ
তিনি
সকল
দৃষ্টিকে
আয়ত্ত
করেন।”
(সুরা
আনআম,
আয়াত:
১০৩)।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শিশু যখন আল্লাহকে দেখতে চায়

আপডেট সময়ঃ ১২:০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

যখন
শিশু
সরাসরি
প্রশ্ন
করে
যে
সে
কেন
আল্লাহকে
দেখতে
পায়
না,
তখন
তাকে
কিছু
বাস্তব
উদাহরণ
দিয়ে
বোঝানো
যেতে
পারে:


১.
স্রষ্টা

সৃষ্টির
উদাহরণ:

তাকে
জিজ্ঞেস
করুন,
“এই
যে
আমাদের
টেলিভিশন
বা
গাড়িগুলো
দেখছো,
এগুলো
কি
নিজে
নিজে
তৈরি
হয়েছে?”
সে
উত্তর
দেবে,
“না।”

তখন
তাকে
বলুন,
“তেমনি
এই
বিশাল
পৃথিবী,
সূর্য
এবং
তারকারাজিও
কেউ
একজন
তৈরি
করেছেন।
আমরা
সবসময়
নির্মাতাকে
দেখতে
পাই
না,
কিন্তু
তাঁর
তৈরি
কাজ
দেখে
বুঝতে
পারি
যে
তিনি
আছেন।”


২.
নিয়ন্ত্রক

অদৃশ্যের
যুক্তি:

তাকে
সিসিটিভি
ক্যামেরার
উদাহরণ
দিন।
আমরা
রাস্তায়
ক্যামেরা
দেখি,
কিন্তু
সেই
ক্যামেরাগুলো
যারা
নিয়ন্ত্রণ
করছেন
সেই
পুলিশ
বা
প্রকৌশলীদের
আমরা
সবসময়
দেখতে
পাই
না।

কিন্তু
আমরা
জানি
যে
কেউ
একজন
মনিটরে
আমাদের
দেখছেন
এবং
সব
নিয়ন্ত্রণ
করছেন।
একইভাবে
আল্লাহ
তাআলা
আমাদের
দেখেন
এবং
মহাবিশ্ব
পরিচালনা
করেন,
যদিও
আমরা
তাঁকে
এই
চোখে
দেখতে
পাই
না।


৩.
সক্ষমতার
সীমাবদ্ধতা:

শিশুকে
বোঝান
যে
আমাদের
চোখের
দেখার
একটি
নির্দিষ্ট
ক্ষমতা
আছে।
যেমন
আমরা
খুব
দূরের
জিনিস
দেখি
না
বা
খুব
ছোট
জীবাণু
দেখতে
পাই
না।

আল্লাহ
এত
মহান
এবং
তাঁর
নূর
এত
প্রখর
যে
এই
দুনিয়ার
চোখ
দিয়ে
তাঁকে
দেখার
ক্ষমতা
আমাদের
নেই।
তবে
জান্নাতে
ইনশাআল্লাহ
মুমিনরা
আল্লাহকে
দেখতে
পাবে।

পবিত্র
কোরআনে
বলা
হয়েছে,
“দৃষ্টিসমূহ
তাঁকে
আয়ত্ত
করতে
পারে
না,
অথচ
তিনি
সকল
দৃষ্টিকে
আয়ত্ত
করেন।”
(সুরা
আনআম,
আয়াত:
১০৩)।