গণ
অধিকার
পরিষদের
সভাপতি
নুরুল
হকের
ওপর
হামলার
প্রতিবাদে
রাতে
ঢাকা
মেডিকেল
কলেজের
সামনে
বিক্ষোভ
করেন
নেতা–কর্মীরা।
তাঁরা
হাসপাতালের
জরুরি
বিভাগের
সামনে
জড়ো
হয়ে
হামলার
বিচার
চেয়ে
বিভিন্ন
স্লোগান
দিচ্ছেন।
নুরুল
হককে
শুরুতে
কাকরাইলের
ইসলামী
ব্যাংক
হাসপাতাল
চিকিৎসা
দেওয়া
হয়েছিল।
পরে
ঢাকা
মেডিকেল
কলেজ
হাসপাতালে
আনা
হয়েছে।
এর
আগে
রাত
১২টার
দিকে
ঢাকা
মেডিকেল
কলেজ
হাসপাতালে
গিয়ে
দেখা
যায়,
জরুরি
বিভাগের
সামনে
গণ
অধিকার
পরিষদসহ
বেশ
কিছু
রাজনৈতিক
দলের
কয়েক
শ
কর্মী-সমর্থক
বিভিন্ন
স্লোগান
দিচ্ছেন।
তাঁরা
অন্তর্বর্তী
সরকার,
সেনাবাহিনী
ও
পুলিশ
প্রশাসনের
বিরুদ্ধে
বিভিন্ন
স্লোগান
দিচ্ছেন।
স্লোগানের
মধ্যে
‘নুরের
ওপর
হামলা
কেন,
প্রশাসন
জবাব
চাই’;
‘জাতীয়
পার্টির
রাজনীতি
নিষিদ্ধ
করতে
হবে’,
‘আপা
গেছে
যেই
পথে,
জাপা
যাবে
সেই
পথে’;
‘রাজপথে
রক্ত
কেন,
আসিফ
নজরুল
জবাব
চাই’;
‘নুরের
ওপর
হামলা
কেন,
বিচার
চাই,
করতে
হবে’;
‘নুর
ভাইয়ের
ভয়
নাই,
রাজপথ
ছাড়ি
নাই’
প্রভৃতি
ছিল।
বিক্ষোভকারীদের
একজন
বলেন,
‘নুর
গণ-অভ্যুত্থানের
একজন
সহযোদ্ধা।
তাঁকে
চেনার
পরও
টার্গেট
করে
তাঁকে
পেটানো
হয়েছে।
কার
নির্দেশে
এভাবে
তাঁকে
পেটানো
হয়েছে,
আমরা
জানতে
চাই।’
গুরুতর
আহত
নুরুল
হককে
হাসপাতালে
দেখতে
যান
উপদেষ্টা
আসিফ
নজরুল।
হাসপাতালের
একজন
আনসার
সদস্য
বলেন,
‘সাড়ে
১১টার
দিকে
স্যার
হাসপাতালে
আসেন।’
এডমিন 








