বন্ধুরা উপন্যাসটি পর্যায়ক্রমে পাঠ করেন। পরে এটির পটভূমি, চরিত্র ও মুক্তিযুদ্ধে শিশু-কিশোরদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব বলেন, আমার বন্ধু রাশেদ উপন্যাসটির পটভূমি হিসেবে বেছে নেওয়া হয়েছে মফস্সলের ছোট্ট একটা শহর। চরিত্রগুলো কয়েকজন স্কুলছাত্রকে কেন্দ্র করে। মূল চরিত্র রাশেদ। তবে তার নাম আসলে রাশেদ নয়। স্কুলের শিক্ষক তার ছাত্রদের মাধ্যমে রাশেদকে নামটি দিয়েছিলেন।
তখন দেশ উত্তাল! মুক্তিযুদ্ধ চলছে।
এডমিন 










