অস্ট্রেলিয়ায়
১৬
বছরের
কম
বয়সীদের
সামাজিক
যোগাযোগমাধ্যম
ব্যবহারে
নিষেধাজ্ঞা-সংক্রান্ত
আইন
বুধবার
রাত
থেকে
কার্যকর
হয়েছে।
ফলে
ফেসবুক,
ইনস্টাগ্রাম,
এক্স,
স্ন্যাপচ্যাট,
টিকটক
ও
ইউটিউবের
মতো
জনপ্রিয়
প্ল্যাটফর্মে
১৬
বছরের
কম
বয়সীদের
লাখো
অ্যাকাউন্ট
বন্ধ
হয়ে
গেছে।
বিশ্বের
প্রথম
কোনো
দেশ
হিসেবে
অস্ট্রেলিয়া
এ
সিদ্ধান্ত
নিয়েছে।
আরও
কিছু
দেশ
একই
ধরনের
পরিকল্পনা
করছে।
শিশু-কিশোরদের
অনলাইন
আসক্তি,
সহিংসতা,
পর্নোগ্রাফি
ও
অন্যান্য
ক্ষতিকর
আধেয়
(কনটেন্ট)
থেকে
রক্ষা
করতে
সরকার
এই
কঠোর
পদক্ষেপ
নিয়েছে।
আইন
ভাঙলে
সংশ্লিষ্ট
প্ল্যাটফর্মের
বিরুদ্ধে
সর্বোচ্চ
৪
কোটি
৪৯
লাখ
অস্ট্রেলিয়ান
ডলার
জরিমানার
বিধান
করা
হয়েছে।
তবে
শিশু-কিশোরদের
বিরুদ্ধে
কোনো
শাস্তির
ব্যবস্থা
নেই।
কিন্তু
আইনটির
কার্যকারিতা
নিয়ে
প্রথম
দিনেই
বড়
প্রশ্ন
উঠেছে।
সমালোচকদের
আশঙ্কা,
অনেক
কিশোর-কিশোরী
এখনো
স্বচ্ছন্দে
নিজেদের
প্রিয়
প্ল্যাটফর্মে
সক্রিয়
রয়েছে
এবং
রীতিমতো
উচ্ছ্বাস
প্রকাশ
করছে।
সামাজিক
যোগাযোগমাধ্যম
নিষিদ্ধের
প্রথম
দিন
বিষয়টি
নিয়ে
সিডনিসহ
পুরো
অস্ট্রেলিয়ায়
ব্যাপক
আলোচনা-সমালোচনা
হয়েছে।
বৃহস্পতিবার
সকাল
থেকে
রাত
পর্যন্ত
দেশের
সব
সংবাদমাধ্যম
ও
সামাজিক
যোগাযোগমাধ্যমের
আলোচনায়
বিষয়টি
প্রাধান্য
পায়।
আইনটির
ভবিষ্যৎ,
প্রযুক্তিগত
সক্ষমতা
এবং
এর
সামাজিক
প্রভাব
নিয়ে
সারা
দিন
নানা
মতামত
চোখে
পড়েছে।
এডমিন 













